আমাদের কথা খুঁজে নিন

   

নীলিমার নীল

আমার অবাক হওয়া বাকি...

নীলিমার নীল আমার সকল বাস্তবতার জ্বালা ধরা ব্যস্ততায় নিঃস্তব্ধ হয়ে জড়িয়ে থাকো সুনিপুন আলিঙ্গনে নিরব – নিথর করা শব্দহীন আমার সব অলসতায় প্রচন্ড রোদের অগ্নিতাপ হয়ে ভস্মীভূত করো মন খারাপ করা কোনো ঘোর অন্ধকারের কালিমায় ছুটে এসে সম্পূর্ন নিঃস্ব তুমি এলিয়ে পরো বুকে তোমায় ভেবে আকুল হয়ে হারিয়ে যাওয়া উদাসীনতায় ছড়িয়ে দাও নৈশ-পূর্ণিমার সেই পৃথিবী জুড়ানো রুপালী আলোক কালো কালো ভয়ংকর মেঘে ছেয়ে যাওয়া আকাশ থেকে সু-কোমল প্রশান্তির বৃষ্টি ঝড়াও প্রজ্জ্বলিত বুকে ভালোবাসাতে পারো, ভাবুক করে দিতে পারো মূহুর্তেই কল্পনার বেড়াঁজাল ছড়িয়ে পড়ে মনের অসীম সীমান্তে বিদ্যুৎ ছলকানির মতো হঠাৎ কোনো এক পাষন্ডতা পৈশাচিক বর্বরের মতো ছিন্ন করে দেয় কল্পনাকে অসহায় মুখ তুলে আকাশে দেখি ছড়িয়ে আছো তুমি স্বপ্ন আর কষ্টের সমস্ত নীলিমা আকাশের বুকে একেঁ আমি হাসি, তোমার নীলিমা ঐ আকাশে খুঁজে পেয়ে আর ভাবি............. আমার স্বপ্নাঙ্কন শিল্পমত্তার পূজনীয়া দেবী তুমি।।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।