আমাদের কথা খুঁজে নিন

   

মিরা (সপ্তম পর্ব)

https://www.facebook.com/tanvir.mh হুম সব ছেলেরাই একরকম। তুমি এত ছেলে চিনো? ছেলে স্পেশালিস্ট মিরা। ছেলে চিনতে ছেলে স্পেশালিষ্ট হওয়া লাগেনা কমন সেন্স থাকলেই হয়। আর মিরা আনকমন সেন্স থাকলে কি হয়? তোমার মাথা। ২জন লাইব্রেরীতে ডুকলো।

মিরার প্রত্যাশা একটু বেশি ছিল লাইব্রেরী নিয়ে। প্রত্যাশা বেশি থাকলে মনে হয় যে কোন সুন্দর জিনিষ কেই একটু খারাপ লাগে। অভিকের কোন ফিলিংস নেই সে স্কুল কলেজে ১ দিন কি ২ দিন লাইব্রেরী গেছে। এমনকি আগে তার ধারনা ছিল লাইব্রেরী এমন একটা জায়গা যেখানে বই বানানো হয় ছাত্ররা গিয়ে ঐখান থকে বই কিনে আনে। সব ভালো জায়গা গুলীকেও কিছু বাজে প্রকৃতির মানুষ আজকাল ডেটিং স্পট বানিয়ে ফেলেছে।

দেখ অভিক এই লাইব্রেরীতেও জোড়ায় জোড়ায় বসে আছে। ঠিক বলছো মিরা আজকাল শুধু লাইব্রেরী না দুষ্ট কপোত কপোতীদের জন্য কবরস্তানও নিরাপদ না। আমার কবরে এই টাইপের কাজ হলে শালাদের হালুয়া টাইট করে দিব। চল অভিক বসি। জী মহারানী চলেন।

না থাক আজ বসেই কি হবে। লাঞ্চ আওয়ার শেষ হইছে কিনা চল দেখি বুকস্টোরে যেতে হবে। আচ্ছা অভিক মা বাবা ছাড়া একা থাকো কিভাবে? ক্লাস শেষ হলে তোমাকে ছাড়া একা যেভাবে থাকি। আশ্চর্য!! মা সব সময় ফোন দেয়। ৩বেলা খাবার টাইমে দিবেই।

এখনই দিবে ২ টা থেকে ২.১৫ এর মাঝে। বলবে তুমি বাবু খাবারে কামড় দিবা আমি শুনবো। আমি না খেলে তিনি খান না। এমন মাকে ছেড়ে থাকাতো কষ্ট তাই না। হুম।

ফাইরুজ আর জন এই দিকে আসতেছে। আচ্ছা মিরা ২জনকে কেমন মানিয়েছে? সবাইকে মানাতে হবে কেন অভিক?তোমার একটা সমস্যা তুমি সব জায়গায় টুইস্ট খুঁজো। না মেয়েটা তার থেকে একটু লম্বা তাছাড়া সব ঠিক। পারফেক্ট জোড়ি। একটু লম্বা হইছেতো কি হইছে? অনেক কিছুই হইছে আমাদের সমাজে বউ জামাইয়ের থেকে লম্বা হবে এটা পুরুষ মানতেই নারাজ।

আই ডোন্ট থিংক সো। তোমার থিঙ্কিং দিয়ে কি হবে, আমদের এলাকায় একটা মেয়ে যখন ক্লাস ৮ এ পড়ে তখনই তার হাইট ছিল ৫.৯। তার মা চিন্তায় অস্থির থেকে বারবার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেত যদি মেয়ের হাইট কমানো যায় কিনা। মেয়ের বিয়ে নিয়ে মহিলার খুবই চিন্তা। আমাকে একদিন বলে দেখ অভিক মেয়ে এত লম্বা হলে জিরাফ ছাড়া কে বিয়ে করবে ওকে বল? আমি বলছিলাম চিন্তা করবেন না জিরাফ অনেক শান্ত স্বভাবের প্রানী আর জিরাফ না করলে আমিতো আছি।

পড়ে কি এক দৌড়ান দিল। তাই নাই। মজার কাহিনি। ঐ মেয়ের এখন হাইট কত? তাতো জানিনা তবে কলাগাছের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে ১০ ফিট নাকি হয় কৃষি শিক্ষা বইয়ে পড়ছিলাম। ফাইরুজ এসেই মিরাকে বললো বই নাকি এখানে নেই তোমরা কি নীলক্ষেত যাবা? আমরা প্লেন করছিলাম যাবো।

মিরা অভিকের দিকে তাকালো। অভিকের বিষয়টা অনেকটা ভালো লাগলো। হা ফাইরুজ “অভিক মিরা” যাবে। তানভীর মাহমুদুল হাসান আগের পর্বগুলি Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।