আমাদের কথা খুঁজে নিন

   

কবিতার খাতা আশ্রিত শব্দের প্রতিলিপি

Bringing about gentle and painless death from incurable Death. আধশোয়া হয়ে শুয়ে আছি, হাতে প্রিয় কবিতার বই। পড়লাম একটি দ্বীপ। ফুলালোর চারপাশে উড়ছে একঝাক প্রজাপতি। প্রবাহমান নদীর মতো উড়ছে আনমনে। থোকা থোকা ফুলের বৃতি ও কেশর ঘিরে বসছে, উড়ছে।

নান্দনিক সৌন্দর্যের কথা পড়ছি আর ভাবছি অমনি একঝাক প্রজাপতি উড়ে এসে বসুক আমার কবিতার খাতায়। প্রজাপতির পাখাকে ঘিরে রচনা করবো একটা কবিতা। সবার অগোচরে করোটি পাঁজর ফেঁরে তুলে আনবো একটা ফুলের নাম। ফুল ও প্রজাপতি। কবিতাটা স্থানুও প্রবহমানতার প্রতিচ্ছবি হয়ে থাকবে।

দাড়ি, কমা, সেমিকোলন, কখনোবা আশ্চর্যবোধক চিহ্ন! এইসব যতিচিহ্নে এক এক করে যুক্ত করবো রক্ত গোধূলির রেখাও আঙ্গিক! হঠাৎ, কোথা থেকে উড়ে এলো একটা প্রজাপতি। বসলো তর্জনীতে। চেয়ে দেখলাম শাদা পাখার একটা প্রজাপতি। আর কোন রঙ নেই। এস্ট্রেতে আধখাওয়া সিগারেটর ছাই ফেলতে ফেলতে চোখ চলে যায় কবিতায়।

পড়লাম, প্রাণের যতো নান্দনীক রঙ, সব অই প্রজাপতির পাখাতে! কবিতার বইয়ে শাদাপাতায় কালো গোটা গোটা অক্ষর। শাদাপ্রজাপতির ডানায় কালো নীল বলপয়েন্টের একেকটি আঁচড়ে আকাশের পোট্রেট আঁকতে শুরু করলাম। আকাশের যতো নীল আর কালো মেঘের ঘনঘটা সব আঁকলাম প্রজাপতি ক্যানভাসে। বিগত ভালোবাসার যে উপন্যাস লেখা হয়েছিলো তাতে তুমি ছিলে মেঘের আরাধনায় মত্ত! আর আমি ছিলাম শরতাকাশের সাথে প্রিয় কাশ ফুলের মেলবন্ধনে ব্যস্ত। বর্ষা ও শরৎ দুটি ভিন্ন ঋতু।

যদিও একই আকাশে তাদের উপস্থিতির জানান দ্যায়। কিন্তু কত অমিল আমাদের দিগন্তে। তাই প্রজাপতির ডানায় এঁকে দিলাম আমাদের বৈপরিত্যের যতো খেয়াল খুশি। ___________________________ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।