আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ বুদ্ধিজীবী

পন্ডিত গ্রামে গেলেন ঘানি থেকে কি করে তেল বানানো হয়, তা জানতে। ঘানির মালিক পন্ডিতকে সব বুঝিয়ে দিলেন, গরুর গলায় ঘন্টা কেন তাও বললেন। চমৎকৃত হয়ে ফিরে যাবার কিছুক্ষণ পর পন্ডিত আবার ফিরে এলেন ঘানির মালিকের কাছে: 'আচ্ছা, আপনি যে বললেন গরুগুলু ঘানি টানছে কিনা তা বুঝবেন ওদের গলার ঘন্টা নাড়ার শব্দ শুনে। কিন্তু গরুগুলো যদি না ঘুরে এক জায়গায় দাঁড়িয়ে গলা নাড়ায়, তাহলেও তো ঘন্টা বাজবে, তখন? ঘানির মালিক খানিকটা সময় নিয়ে বললেন: 'আপনার মত এত বুদ্ধি আমার গরুর এখনো হয় নাই'। বুদ্ধিজীবির প্রসঙ্গ এলেই সুকুমার রায়ের এই গল্পের কথা মনে পড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।