আমাদের কথা খুঁজে নিন

   

ছুঁয়ে ছুঁয়ে যাও

ছুঁয়ে ছুঁয়ে যাও, কখনোও বৃষ্টি হয়ে, কখনোওবা কষ্ট। কখনোও সুবোধ হয়ে, কখনোওবা নষ্ট। কখনোও সুখ হয়ে, কখনোওবা ব্যাথা, কখনোও স্মৃতি হয়ে, কখনোওবা কথা। ছুঁয়ে ছুঁয়ে যাও, কখনোও একলা কালে, কখনোওবা ভিড়ে, সন্ধায় পাখি গুলো ফিরে যবে নিড়ে। কখনোও নিয়তি হয়ে, কখনোওবা ভূল, অথবা বেলা শেষে ঝরে যায় ফুল। ছুঁয়ে ছুঁয়ে যাও, কখনোও সপ্ন হয়ে, কখনো'বা ভোর, কখনো কাছের কেউ, কখনোওবা পর। কখনও মৃত্যু হয়ে, কখনোও জীবন, কখনো পবন হয়ে, কখোনোও দহন। ..........সালমা শারমিন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।