আমাদের কথা খুঁজে নিন

   

কে ছুঁয়ে যায়??

ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ

একটা ফোঁটা শিশির জল পদ্ম পাতায় টলমল মনকে শুধাই সারাক্ষণ কোন্ সে মনের গহীন বন? যেই বনেতে পড়ছে তোমার মনঘুড়িটার ছায়া, বৃষ্টি হয়ে কে ছুঁয়ে যায় ভালোবাসার মায়া? ব্যস্ত শহর,জমাট বাঁধা ব্যস্ত জীবন কাটে, তোমার সাথেই এ মন আমার অচিন পথে হাঁটে। সেই পথেরই বাঁকে বাঁকে মনঘুড়িটার ছায়া, বৃষ্টি হয়ে কে ছুঁয়ে যায় ভালোবাসার মায়া? আবেগগুলো যাচ্ছে ঢেকে বাস্তবতার মেঘে, তোমায় ভেবেই সাঁঝের আলো জোনাক প্রদীপ আঁকে। সেই প্রদীপের তারায় তারায় মনঘুড়িটার ছায়া, বৃষ্টি হয়ে কে ছুঁয়ে যায় ভালোবাসার মায়া?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।