আমাদের কথা খুঁজে নিন

   

ছুঁয়ে যাও মুক্ত পবন...

D:\obonil with guitar.jpg শীতের ঝরা পাতা গাছের মত শুষ্ক নিষ্প্রাণ আমি... স্তদ্ধ নিজেকে এলিয়ে দিয়েছি শুকনো মাটির কোলে ছুঁয়ে যায় নিস্বার্থে আমায় যদিও স্বান্তনার বাতাস, আশা আমার অবিকল আজও ত্বরিত পরপারের... টুকরো টুকরো মেঘেরা যখন আকাশের কোনে ভীড় জমাতে চায়, নিভে যাওয়া সূর্যের আলোরা যখন চোখ মেলে মুক্তির আশায়, নদীর স্বছ্ব জলে করূণ বিস্মৃতির ছায়া যেন ভেঙ্গে দিতে চায়- আমার জন্মান্তরের স্বপ্ন... তবুও যখন কেঁপে কেঁপে ফুল ফোটে শীতল উষার আলোতে, শিশিরের ফোঁটায় জীবন ফিরে পায় আমার অর্ধো মৃত ভাবনারা, ভেসে যায় সৌভাগ্যের মমতাময়ী পবনে আমার নিশিরাতের প্রার্থনা- ছুঁয়ে যাও... ছুঁয়ে যাও... একটুখানি.... আমাকে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।