আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে "রাজেশ খান্না" নামের একজন মারা গেছে, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করা হোক

দুপুর বেলা টিভি অন করে লাঞ্চ কর্তেছিলাম...চ্যানেল আইতে এক ব্রেকিং নিউজ ২/৩ বার চোখ এড়াইয়া গেল, খালি শেষ অংশটা চোখে পড়তেছিলো যে কেউ মারা গেছে...শেষ পর্যন্ত খেয়াল করলাম রাজেশ খান্না নামের একজন মারা গেছে যে কিনা ভারতের বিখ্যাত অভিনেতা আছিলো। অন্য সবগুলা চ্যানেলে ও একই ব্রেকিং খেয়াল করলাম। খুবই অবাক হইলাম এই ভাইবা যে, বাংলাদেশের টিভি চ্যানেলে এইটারে ব্রেকিং হিসাবে প্রচার কর্তেছে !! ব্লগে আইসা দেখলাম এইখানে ও কান্দন রোদন কর্তেছে কেউ কেউ, একটা পোষ্ট আবার নির্বাচিত তালিকায় আছে। ওইখানে কয়েকজন প্রস্তাব করছে যাতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করা হয়। তাদের সাথে তীব্র সহমত পোষন করে পোষ্ট দিলাম। কারন রাজেশ খান্না মরে যাওয়ায় বাংলাদেশের অপূরনীয় ক্ষতি হইয়া গেল...কি ক্ষতি হইলো কইতে পার্তেছি না। ভারত বাংলাদেশের অ-কৃত্রিম বন্ধু, বন্ধুর কেউ মারা গেলে শোক প্রকাশ করা নৈতিক দায়িত্ব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.