আমাদের কথা খুঁজে নিন

   

অনুধাবন

জয় বাংলা দিনশেষে, গল্পের তরে ভেসে ভেসে, চলেছি আমি মানুষের ভ্রান্ত মিছিলে। অজান্তে, অলক্ষ্যে গেছে কেটে অনেকটা সময়। হঠ্যাত্ নিশিথে এক ধ্রুব তারায় চোখ রেখে দেখি জেগে চলেছি উল্টো পথে। গাঢ় আধাঁরে চোখ বুজে, আসন্ন প্রভাত-আলো প্রার্থনা মনে তবু দিয়েছি দৌড় মরিচীকা সত্যেরে এখুনি ছুঁয়ে দেবো এই প্রত্যয়ে; সময় যেন থমকে গেছে আলোর নিশানা ঐ সুদূরে শ্রান্ত ক্লান্ত ভ্রান্ত আমি ফের গেছি পথ ভুলে। আসলেই কী ভুল পথ! নাকি থাকি যে যার পথে, শুদ্ধ পথ বিচার্য সেমতে।

তাই, মিলেছি আবার মানুষের ঢলে যাচ্ছে সবে এদিক ওদিক যে যার পথে আমি চলেছি আমাদের পথে ভুল শুদ্ধের উর্ধ্বে উঠে। সব পথ মিললে মিলুক এসে এক পথে নয়ত সরে যাক একে অন্যকে ছেড়ে, আরো দূরে। কার কি যায় আসে তাতে! অলীক গল্পের বণিকসকল গল্প বেঁচে জীবন বাঁচায়। ভ্রান্ত জেনে ভ্রান্তি ছড়ায়। তাতে যদি কিছু না যায় আসে, তবে আমাদের পথ চলতে, দ্বিধা কেন হবে! এখন আর রাত দুপুরে ঘুম ভেঙ্গে থাকি না আসবে আলো- এই অপেক্ষাতে সময় গেলে সময় ফুরোবে, আসবে আলো আমার পথে, এক নিয়মে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।