আমাদের কথা খুঁজে নিন

   

জানবেন নাকি কিভাবে হার্ডডিস্ক হিডেন করতে হয়

Few Memories Are Pleasant, Few Memories Hurt You..........। আমরা অনেকেই জানি কিভাবে হার্ডডিস্কের ড্রাইভ হিডেন করতে হয় । কিন্তু অনেকেই জানেন না যে পুরা হার্ডডিস্কই হিডেন করা যায় । এক্ষেত্রে আপনার কোনো ড্রাইভই দেখাবে না । শুধুমাত্র ডকুমেন্টস ফোল্ডার ও আদার্স যে ডিভাইস আছে সেগুলো দেখাবে ।

দেখেন আমার পিসির হার্ডডিস্ক হিডেন করার আগের ছবি ও পরের ছবি । আগে পরে আসুন তাহলে জেনে নি কিভাবে হার্ডডিস্ক হিডেন করবেন । >> প্রথমে win+R চাপুন । এরপর লেখুন gpedit.msc তারপর এন্টার প্রেস করুন । >>দেখুন লোকাল গ্রুপ পলিসি এডিটর নামে একটা উইন্ডো আসবে ।

এখানে থেকে আপনি নিচের ঠিকানা মতো চলে যান । user configuration > administrative templates > windows components > windows explorer সিলেক্ট করুন । নিচের ছবি দুইটি দেখেন >> এরপর ডান পাশের বিভিন্ন আইটেম থেকে hide these specified drives in my computer লেখাটির উপর রাইট ক্লিক করে এডিট এ ক্লিক করুন । >> তারপর যে উইন্ডোটা আসবে এখান থেকে enabled সিলেক্ট করুন । তারপর restrict all drives সিলেক্ট করুন ।

নিচের ছবির মতো । এরপর ওকে প্রেস করুন । তারপর আপনার কম্পিউটারটি রিস্টার্ট দিন । তারপর দেখুন আপনার কম্পুর সকল হার্ডডিস্ক হিডেন । যদি হার্ডডিস্ক পুনরায় দেখতে চান তাহলে একই ভাবে নট কনফিগারেশন করে দিন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.