আমাদের কথা খুঁজে নিন

   

ছাগু ও হনু -- এইবার পেইড কার্যক্রম !

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility ছোটকালে যতদ্দূর মনে পড়ে ........ টাট্টিখানা ...পায়খানা... টয়লেট..... হতে হতে হতে ব্যাপারগুলো এমনই নাক সিটকানো হয়েছে যে মানুষ বিবর্তন ধারার মত এই শব্দেরও বিবর্তন হয়েছে । এখন তাকে ওয়াশরুম...ফ্রেশ... রিফ্রেশ সহ নানা কিসিমের শব্দ ব্যবহার শুরু করছে । কিন্তু মূল কর্মকান্ড এবং কার্যকারিতা একই । বি.দ্র. আমি মানব বিবর্তনে আধা বিশ্বাসী । আগে শুনতাম বলতে ছাগু........... ছাগুর ইতিহাস সামুর অনেক পুরনো ।

আমি খুব অল্প ছাগু ডেকেছি । কারণ আমি তেমন খোচা না দিলে খোচা দেই না । বলা যায় খুব ত্যক্ত হলে এই ধরনের শব্দ বের হয় । কিন্তু রেকর্ড পরিমান শুনতে হয়েছে । যারা অযথা এই মহাভারত অশুদ্ধ করে রচিত শব্দটির মর্যাদা ক্ষুন্ন করে বারবার সবাইকে ট্যাগ দিতে থাকেন , তাদেরকে আমার মনে মনে ছাগু সম্রাটই মনে হয় ।

এইবার দেখী ব্লগে হনু সম্প্রদায়ের উদ্ভব ? তার মানে ছাগু থেকে হনুর .......... আগমন কঠ্ঠিন বিনুদুননন. সামু আই লাভ ইউ হনু মনে হয় সুশীল সম্প্রদায় ও নাস্তিকদের উদ্দেশ্য করে এই অতিমূল্যবান পদবীতে ভূষিত করা হয় ! এখন বলতে গেলে ব্লগের ফিক্সড গালিবাজ ছাড়া সবাই সুশীল ...... এখন যদি কেউ দাবী করে আমি চুশীল না তো আমি জিজ্ঞাসা করি তারা কেমনে চুশিল না ?? চুশিল হইতে গেলে মিলে মিশে থাকার প্র্যাকটিস করতে হয় সেটা হনু সম্রাটগন নিজেরা গ্যাংস্টার টাইপের থেকে মানুষকে ট্যাগ মারতে থাকে । তো তারা কেমনে চুশীল না , ঝাতির কাছে প্রশ্ন এখন কইতে পারেন........ যে ছাগু থেকে হনু সম্রাট এইটা আবার কি ? আমি কইবাম যে বিবর্তন যারা হনু ট্যাগ দিয়া যাইতেই থাকে এইটাকে অবমাননা করে এরা হইল হনু সম্রাট । এখন নতুন একটা ট্যাগের অনুপস্থিতি অনুভব করছি .... এইটা হল পেইড ব্লগার । কইতে পারেন এইটা সোজা কথায় গালি । সামুতে এমন সব ব্লগ দেখা যায় যারা কিছু হইলেই বা হালকা লেখুক আর কপি পোষ্ট করুক আর মন্তব্য করুক ,, কই যেন তারা লিংক দেয় ! হতে পারে ফেবু গ্রুপ বা কোন ওয়েব সাইট বা বিজ্ঞাপন বা কোন জাতি গোষ্ঠির জন্য ।

তাই এদেরকে পেইড নামে চিহ্নিত করা যাবে । বেশির ভাগই ছাইয়্যা আর সাধু সেজে ব্লগিং করে এদের চিনার সহজ উপায় হলে .... এদের নাম যদি কখগ হয় তাহলে আইডি হবে কখগ০০৮ কখঘবেগুনী কখগউত্তর কখগকালাম কখগআপেল ............কখগ০১০ বিভিন্ন সিরিয়াল দিয়ে কয়েকটা উপ আইডি ! কয়েকজন তো ভদ্রভাবে ১ মাস ব্লগিং করেই মুখোশ খুলে তা তা থৈ থৈ করে নাচে ! এদের পোষ্টটা রসালো টাইপের হবার পরেও উদ্দেশ্য ভাল থাকে না । আর ব্লগে ইদানীয় পুলিশ, সরকারী, বেসরকারী বা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কার্যক্রমকে জনপ্রিয় করার লক্ষে পার্শিয়াল খবর দেয় !! খুবই ভয়াবহ ব্যাপার । এরা বুঝায় যে এরা সঠিক কাজ না করলেও দেশের জন্য সঠিক কাজ করছে ! কতক ব্লগার তো মন্তব্য মডারেট করে রেখেছে, অনেকে উচিত কথা বললে মুছে দেয়, অনেকে ব্লক করে রাখে, অনেকে কোন জবাবই দেয় না ! অনেকে মুছে ফেলে আবার পোষ্ট দেয় ! , ব্লগে ব্লগার বিরক্ত হলেও যায় আসে না তাদের । তার উপর মাল্টি নিকে নিজেরই পোষ্টে নিজেই মন্তব্য করে ও উত্তর দেয় !!! ------- এরা হল পেইড সম্প্রদায় ।

তো ...........সার সংক্ষেপ....... ছাগু হনুর পর .... পেইড ব্লগার তথা পেইড নাম দিয়ে নতুন ট্যাগ এর আহ্বান জানাচ্ছি । এদের একটা সিম্বলিক চিত্র দরকার পছন্দ হইছে টাকলা ওরফে পেইড ব্লগার ------------------ অফটপিক: আজকে সকালে ডাক্তারকে রক্তদান করিয়া ধন্য করা উচিত ছিল কিন্তু গেটেঁবাতের তীব্রতায় উঠতে পারি নাই, দেরীতে গিয়ে সেখানে মূত্র বিসর্জন করেছি । (৩ দিন পরে ডাক্তার এর কাছে যেতে হইবেক) ওজন কমে নাই স্ট্যাবল আছে ৭০ কিলোই আছে ! ডাক্তার দুনিয়ার তাবত সব কিছু খেতে না বলছে আবার খেতেও বলছে ! আজব কিসিমের মানে শাক সব জি ফলমূল ছাড়া কিছু খাবেন না কিন্তু বেছে বেছে ? যেগুলোতে পিউরিন কম আছে, সেগুলো খাবেন ! কাজ ছাড়া স্বাস্থ্য ঠিক থাকে না , এটা টের পাচ্ছি । অনেকে আছে ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত করেন । ব্লগে সারাদিন কি করি ? আমি একই প্রশ্ন হাকাবো আমি সারাদিন ব্লগে আপনি বুঝলেন কেমনে ? আপনি কি করেন ? আমি এখন অসুস্থতার ছুটিতে আছি ।

কলিগরা এইটা পাইলে খুশিতে নাচন কুদন করে । আর আমি উল্টা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.