আমাদের কথা খুঁজে নিন

   

লিবিয়ায় প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

লিবিয়ার সাবেক শাসক গাদ্দাফির আমলের কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্তের জন্য একটি আইন চালুর দাবিতে অবরোধ চালিয়ে যাচ্ছে অস্ত্রধারী রক্ষীবাহিনীর সদস্যরা।
অবরোধ শুরুর এক সপ্তাহ পর রোববার লিবিয়ার পার্লামেন্ট নতুন ওই আইন পাশ করলেও ঘেরাও সঙ্কটের অবসান হয়নি।
অাইনটি কার্যকর না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার সংকল্প জানিয়েছে অস্ত্রধারীরা। তাদের কেউ কেউ এখন সরকারের পদত্যাগেরও দাবি জানাচ্ছে।
এ পরিস্থিতির মুখে পদত্যাগ করে বারঘাতি বলেন, “অস্ত্রের শক্তি দিয়ে যে রাজনীতির চর্চা করা হয় তা আমি কখনই মানতে পারব না।

” বিমান বাহিনীর সাবেক কমান্ডার বারঘাতি আরো বলেন, “যে গণতন্ত্র রক্ষার জন্য আমি শপথ নিয়েছি এটি তার ওপরে হামলা। ”
গত ৩০ এপ্রিল থেকে একদল সশস্ত্র ব্যক্তি কয়েকটি বিমান বিধ্বংসী কামান সজ্জিত গাড়ি নিয়ে লিবিয়ার আইন মন্ত্রণালয় ঘেরাও শুরু করে। এর দু’দিন আগে প্রায় ২শ অস্ত্রধারী পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে।
রোববার আইন পাস হওয়ার পর অনেক বন্দুকধারী পররাষ্ট্র মন্ত্রণালয় ছেড়ে চলে গেলেও অনেকে এখনও অবস্থান নিয়ে রয়েছে।
২০১১ সালে পশ্চিমাদের সহায়তায় লিবিয়ার বিদ্রোহীরা গাদ্দাফির পতন ঘটায়।

এর মধ্য দিয়ে গাদ্দাফির চার দশকব্যাপী শাসনের অবসান ঘটে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.