আমাদের কথা খুঁজে নিন

   

লিবিয়ায় ৩৭ জন বাংলাদেশি নিহত!!!!

not now

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৯০০ কিলোমিটার দূরে মিসরাকা এলাকায় হামলায় ৩৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে সেখানে আটকে পড়া দুই বাংলাদেশি নাগরিক ডয়চে ভেলেকে জানিয়েছেন৷ তবে বাংলাদেশ সরকারের কোন সূত্র এটি নিশ্চিত করেনি৷ সাইফুল ইসলাম এবং আব্দুল মজিদ টেলিফোনে জানান, তারা মিসরাকার মোকায়েমপুর এলাকার একটি কারখানায় প্রায় ৮০০ বাংলাদেশি শ্রমিক আটকা পড়েছেন৷ তাদের মধ্যে প্রায় ৩০০ শ্রমিক একটি ক্যাম্পে রয়েছেন৷ সেখানে রাতে সন্ত্রাসীরা হামলা চালায়৷ এপর্যন্ত হামলায় ৩৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন৷ তারা জানান, আহত হয়েছেন অনেকে৷ কিন্তু চিকিৎসার কোন ব্যবস্থা নেই৷ আর তারা কোন খাবার দাবারও পাচ্ছেন না৷ তারা জানান, ত্রিপোলিতে বাংলাদেশি দূতাবাস তাদের কোনো খোঁজখবর এখনো নেয়নি৷ আর তারাও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না৷ সাইফুল ইসলামের বাড়ি ফরিদপুর আর আব্দুল মজিদের বাড়ি নোয়াখালী৷ তারা দু'জনে সেখানে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন৷ কপি-পেষ্ট: - ডয়চে ভেলেকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.