আমাদের কথা খুঁজে নিন

   

'লিবিয়ায় ১৫ বাংলাদেশি আহত'

আ মরি বাংলা ভাষা

অস্থির লিবিয়ায় সশস্ত্র হামলায় ১৫ বাংলাদেশিসহ ১৮ জন শ্রমিক আহত হয়েছে। দেশটিতে ইতিমধ্যে শতাধিক বাংলাদেশিকে জিম্মি করেছে বিক্ষোভকারীরা। বার্তাসংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে। আহতদের বাকি তিনজন কোরিয়ার নাগরিক। আহতদের মধ্যে দুই বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক বলে জানান মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

আহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি। কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সশস্ত্ররা স্থানীয় সময় রোববার রাত ১১টায় প্রতিষ্ঠানটিতে ভাংচুর করে চলে যায়। কয়েক ঘণ্টা পর তারা আবার ফিরে আসলে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয় সময় ভোর ৫টার দিকে সংঘর্ষ থামে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ বার্তা সংস্থা জানিয়েছে, ওই প্রতিষ্ঠানে এক হাজারের বেশি বাংলাদেশি ও ৪০-৫০ জন কোরিয়ান শ্রমিক কর্মরত।

লিবিয়ায় দমন-পীড়নের মুখে সরকারবিরোধী বিক্ষোভকারীরা ৩শ'র বেশি বিদেশিকে জিম্মি করেছে, যার মধ্যে শতাধিক বাংলাদেশি রয়েছে। লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি থেকে প্রায় ৩৫০ কিলো মিটার পূর্বে দারনা সিটিতে কয়েকদিন ধরে এরা আটক রয়েছেন বলে জিম্মি থাকা এক বাংলাদেশি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। লিবিয়ার চার দশকের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পদত্যাগের দাবিতে গত বুধবার থেকে শুরু হওয়া বিক্ষোভে সহিংসতায় এ পর্যন্ত কমপক্ষে ২৩৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। রোববার থেকে রাজধানী ত্রিপোলিতে বিক্ষোভ-সহিংসতা শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/১৯২০ ঘ.


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.