আমাদের কথা খুঁজে নিন

   

বিরোধীদলের দায়িত্বশীল কর্মসূচির জন্য অভিনন্দন।

তারুণ্যের শক্তিতে জাগুন এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল বর্তমান সরকারের কর্মকান্ডে মানুষ খুব একটা সন্তুষ্ট নয়। দ্রব্যমূল্যের উর্ধগতি, আইন শৃঙ্খলার অবনতি, যানজট, দুর্নীতি ইত্যাদি নানা করণেই মানুষ অতীষ্ট। এমনকি আওয়ামী লীগের ঘোর সমর্থকরাও মনে করেন সরকার সঠিকভাবে চলছে না। সরকারের প্রতি সমর্থন নেই বলে যে আবার বিরোধীদলের প্রতি সমর্থন আছে তাও নয়।

কারণ দায়িত্বশীল বিরোধীদল এখনো পাওয়া যায়নি। যে কারণে কেউ কেউ ১/১১ স্টাইলের সরকারকে মন্দের ভাল বলছেন। সরকার বিরোধী মনোভাবকে বিরোধীদল ক্যাপিটালাইজ করতে পারছে না নানা করাণে। বার বার হরতাল মানুষ পছন্দ করেনি। আজ অন্তত বিরোধীদলের একটি দায়িত্বশীল আচরণ দেখে আশাবাদী হচ্ছি।

আজ বিরোধী দল হরতাল অবরোধ না দিয়ে বিকল্প কর্মসূচি দিয়েছে। হরতাল অবরোধ যে দেওয়া যাবে না তা নয়। তবে সে পর্যায়টি এখনো আসে নি। আজকের মহাসমাবেশ থেকে যে কর্মসূচি এলো তাতে সাধারণ মানুষের মাঝে বিএনপির সমর্থন কিছু হলেও বাড়বে। সরকার বিরোধী মনোভাবকে বিএনপি ক্যাপিটালাইজ করতে পারবে।

এখন সরকারের উচিত হবে বিএনপির দাবীর বিষয়ে অর্থবহ আলোচনা শুরু করা। সংঘাতপূর্ণ রাজনীতির একটি সম্মানজনক পন্থা খুজে বের করতে না পারলে রাজনীতিবিদরাই দায়ি থাকবেন। এজন্যে সরকারকেই প্রধান দায়িত্ব পালন করতে হবে। যেহেতু সরকার নিজেকে অভিভাবক মনে করে অতএব তাকেই এগিয়ে আসতে হবে। আমি জিতবো এবং অন্যেরা হারবে এই মানসিকতায় চূড়ান্ত বিচারে নিজেদেরকেই হারতে হয় একথাটি নিশ্চয়ই রাজনীতিবিদরা মনে রাখবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.