আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর বিস্ময়কর সত্য ঘটনা এবং মজার তথ্য

''Mary Celeste'' ১৮৬০ সালে ''Nova Scotia''থেকে সমুদ্রে ভাসানো হয়। এর আসল নাম ছিল ''Amazon"। বিভিন্ন মালিকের হাতে এটি পরের দশ বছর অনেক দূর্ঘটনার জন্ম দেয়। অবশেষে আমেরিকান স্যালভেজ ইয়ার্ড নিলামে একে কিনে নেয় ৩০০০ ডলারে। ব্যাপক মেরামতের পর আমেরিকায় ''Mary Celeste" নামে রেজিস্ট্রি করা হয়।

এর নতুন ক্যাপ্টেন ছিল ৩৭ বছর বয়েসি Benjamin Briggs। ১৮৭২ সালের ৭ নভেম্বর এটি ক্যাপ্টেন Briggs, স্ত্রী, অল্পবয়স্কা মেয়ে এবং আটজন ক্রু নিয়ে বন্দর ছেড়ে যায়। জাহাজটি ১৭০০ ব্যারেল কাঁচা মদ নিয়ে ইটালির জেনোয়ার উদ্দ্যেশ্যে যাত্রা করে। এর পর ক্যাপ্টেন তার পরিবার এমনকি ক্রুদের কারো আর দেখা মেলেনি কখনই। জাহাজটিকে জিব্রাল্টার জল প্রণালীতে ভাসমান আবস্থায় পাওয়া যায়।

ক্যাপ্টেনের লগটি ছারা অন্য সব ডকুমেন্ট গায়েব হয়ে যায় কিন্তু সেখানে লড়াইয়ের কোন আলামত পাওয়া যায়নি। রেকর্ডে পাওয়া যায় ১৮৭৩ সালে দুটি লাইফ বোট ভেসে আসে স্পেনের উপকূলে। যার একটিতে আমেরিকার পতাকা চিহ্ন দেয়া এক মৃত লোক এবং অন্যটিতে পাঁচটি মৃতদেহ পাওয়া যায়। ধারণা করা হয় যে এই মৃতদেহ গুলো ''Mary Celeste" এর ক্রুদের। কিন্তু সত্যিকারভাবে কখনোই মৃতদেহ গুলো শনাক্ত করা যায়নি।

তাই "Mary Celeste" এর ক্রুদের ভাগ্যে আসলে কি ঘটেছিল তা এখনো রহস্য হয়েই থেকে গেছে! এটি একটি বিখ্যাত রহস্য, যার কোন ব্যাখ্যা এখনো পাওয়া যায় নি। । আপনাদের কি মনে হয়, এদের সাথে আসলে কি ঘটেছিলো?? সুত্র:ফেসবুক থেকে পাওয়া।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.