আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়- পৃথিবীর ১০ টি অসাধারন সুন্দর মসজিদ (কত অজানা রে পার্ট-৪৪)

আমার "কত অজানা রে" সিরিজের সব গুলো পোষ্ট সংগ্রহে থাকা বই, গুগোল মামা ও বিভিন্ন সাইট থেকে অনুবাদ করা, তবে কোন ভাবেই কপি-পেষ্ট নয়। জানার জন্য পড়ন, ভুল হলে সঠিকটি বলার দায়িত্ব আপনাদের। আনন্দের সাথে পড়ুন। আমার ব্লগ কেচাল মুক্ত।

মসজিদ।

রোজার মাসে কি নিয়ে লিখা যায় তা নিয়ে আগেই কনফিউশনে ছিলাম। এর ভিতর একটা ক্যাম্পেইন ছিলো যাএাবাড়িতে। সেখানে যেয়ে একটা মসজিদ দেখে খুব ভাল লাগলো। বাসায় এসে নেট ঘেটে বের করলাম বেশ কিছু মসজিদের ছবি। কিন্তু তার ভিতর থেকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ১০ টা মসজিদের খোজ করতে যেয়ে আমি আবার কনফিউশনে পরে গেছিলাম।

কারন প্রত্যাকটি মসজিদই সুন্দর। এর ভিতর খুব সুন্দর বা কম সুন্দর বলে কিছু নাই আসলে। যা হোক, আমার চোখ কিছু মসজিদের বৈশিষ্টের ভিতর আটকে ছিলো। তাই এই তালিকা বানাতে হলো। আশা করি আপনারাও একমত হবেন।

১০) The Sultan Ahmed Mosque of Istanbul, Turkey সুলতান আহমেদ মসজিদ ইস্তানবুলের একটি ঐতিহাসিক মসজিদ। মসজিদের অভ্যন্তরের দেওয়াল নীল রঙের টাইলস দিয়ে সুসজ্জিত বলে এই মসজিদটি ব্লু মস্ক বা নীল মসজিদ নামে পরিচিত। এটি ১৬০৯ থেকে ১৬১৬ সালের মধ্যে অটোমান সম্রাজ্যের সুলতান আহমেদ বখতি নির্মাণ করেন। মসজিদ কমপ্লেক্সে একটি মাদরাসা, একট পান্থনিবাস এবং প্রতিষ্ঠাতার সমাধি অবস্থিত। যদিও বর্তমানে এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয়, তথাপি এটি ইস্তানবুলের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ।

৯) Faisal Masjid of Pakistan সৌদির প্রয়াত বাদশা ফয়সাল বিন আব্দুল আজিজের অর্থায়নে এই মসজিদটি তৈরি হয়। এই মসজিদটির লোকেশন এমন জায়গায় যে দিনে অথবা রাতে এই মসজিদ কয়েক মাইল দুর থেকে চোখে পরে। এটি পাকিস্তানের জাতীয় মসজিদ ও দক্ষিন এশিয়ার সবচেয়ে বড় মসজিদ গুলোর ভিতর একটি। ৮) Masjid Nabawi of Saudi Arabia আমাদের প্রিয় নবীজির মসজিদ এটি। মুসলিম জাহানের দ্বিতীয় পবিএ জায়গা হলো এটি।

এটি সম্পুর্ন শীতাতপ নিয়ন্ত্রিত ও মার্বেল পাথর দিয়ে ডেকরেট করা। ৭) Sultan Omar Ali Saifuddin Mosque, Bandar Seri Begawan, Brunei চার লাখ জনসংখ্যার ব্রুনাই এর রাজধানীতে এই মসজিদ অবস্থিত। এর টপ ডোম টি পুরো সোনা দিয়ে তৈরি। ব্রুনাই এর সুলতান এই মসজিদটি তৈরি করতে ৫ মিলিয়ন ইউএস ডলার খরচ করেন। তিনি ইটালি থেকে ইতালিয়ান মার্বেলের পিলার ও ফ্লোর আনেন, সাংহাই থেকে গ্রানাইড, ক্রিষ্টালের ঝাড়বাতি গুলো আনেন ইংল্যান্ড থেকে ও কার্পেট আনেন সৌদিআরব থেকে।

৬) Crystal Mosque, Kuala Terengganu,Malaysia এই মসজিদটি মালায়শিয়াতে অবস্থিত, এর কাঠামো স্টিল, গ্লাস ও ক্রিষ্টালে তৈরি। ২০০৬-২০০৮ সালে এটি Wan Man দ্বীপের Islamic Heritage Park-এ তৈরি করা হয়। এখানে ১৫০০ মুসল্লি এক সাথে নামাজ আদায় করতে পারেন। এটি ২০০৮ সালের ৮ই ফেব্রুয়ারি সবার জন্য খুলে দেওয়া হয়। ৫) Qol Sharif Mosque of Kazan Kremlin, Russia এটি রাশিয়ার সবচেয়ে বড় মসজিদ।

এখানে ৬০০০ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। ১৬ শতাব্দিতে এই মসজিদ তৈরি করা হয়। ১৫৫২ সালে Qolşärif (যিনি এই মসজিদের দায়িত্বে ছিলেন) ও তার বহু সংখ্যক ছাএ নিহত হয় রাশান ফোর্সের আক্রমনে। ১৯৯৬ সালে এটিকে পুনরায় তৈরি করা হয়। ৪) Grand Mosque of Djenné of Djenné, Mali সম্পুর্ন মাটির তৈরি এই মসজিদটি ১২০০ থেকে ১৩৩০ সালের ভিতর তৈরি করা হয়েছিলো।

কিন্তু পৃথিবীর মানুষ এর কথা জানতে পারে ১৮২৮ সালে যখন ফ্রেন্চ অভিযাত্রী René Caillié, Djenné-তে ভ্রমনে আসেন, তিনি লিখেছিলেন, "In Jenné is a mosque built of earth, surmounted by two massive but not high towers; it is rudely constructed, though very large. It is abandoned to thousands of swallows, which build their nests in it. This occasions a very disagreeable smell, to avoid which, the custom of saying prayers in a small outer court has become common." মসজিদটি অনেকদিন পরিত্যাক্ত অবস্থায় পরে ছিলো ফলে মসজিদটি ক্ষতিগ্রস্থ হয়। মসজিদের এখনকার চেহারা দেওয়া হয় ১৯০৭ সালে। ১৯৮৮ সালে এটিকে ইউনেস্কো ওয়াল্ড হেরিটেজ সাইট হিসাবে অন্তর্ভুক্ত করে। ৩) Sheikh Zayed Mosque of Abu Dhabi, U.A.E. এটি সৌদি আরবের আবুধাবিতে অবস্থিত। এখানে একসাথে ৪০,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারে।

এখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে। এর চার কোনায় চারটি মিনার আছে। সৌদিআরবের প্রেসিডেন্ট জায়েদ বিন সুলতান আল নাইয়ান এই মসজিদ নির্মানে উদ্দোগ নেন। এই মসজিদে ৮২ টা ডোম, ১০০০ অধিক কলাম, ২৪ ক্যারেট সোনা দিয়ে বানানো ঝাড়বাতি ও পৃথিবীর সবচেয়ে বড় হাতে তৈরি কার্পেট দিয়ে সাজানো। মুল হলে পৃথিবীর সবচেয়ে বড় ঝাড়বাতিটি আছে যা ১০ মিটার ছড়ানো, ১০ মিটার উচ্চতার ও ১২ টন ওজনের।

মসজিদটির চারপাশে পানির পুল দিয়ে ঘেরা যা মসজিদটির সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। ২) James Asr Hassanal Bolkiah Mosque of Brunei এই মসজিদটি সুলতান হাসানাল বলখিয়া মু'জাদিন ওয়াদ্দুলাহ এর নামে নামকরন করা হয়েছে। এর নির্মান কাজ ১৯৮৮ সালে শুরু হয় এং ৫ বছর পর ১৯৯৪ সালের ১৪ই জুলাই সুলতানের জন্মদিনের আগের রাতে সবাট জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এটি ব্রুনাই এ অবস্থিত। এটি সুলতানের সিংহাসন আরোহনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ব্রুনাইবাসিদের প্রতি সুলতানের উপহার ছিলো।

এখনে একসাথে ৪০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারে। ১) Al-Masjid Al-Haram, Holy Makkah of Saudi Arabia আল মসজিদ আল হারাম। সৌদিআরবের মক্কায় অবস্থিত এটি দুনিয়ার সবচেয়ে বড় মসজিদ। এই মসজিদ মুসলমানদের সবচেয়ে পবিত্র জায়গা কাবা শরিফের চারপাশে ঘিরে রেখেছে। এই মসজিদের আয়তন(ইনডোর ও আউটডোর মিলিয়ে) ৩৫৬,৮০০ বর্গমিটার (৮৮ একর)।

হজ্জের সময় এই বিশাল জায়গায় ২০ লাখ মুসুল্লি এক সাথে নামাজ আদায় করতে পারে। বাংলাদেশে সম্ভব না হলেও এখানে নারী ও পুরুষ একসাথে নামাজ আদায় করতে পারে। ২০০৭ সালে বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ মসজিদের আয়তন বাড়ানোর কাজ শুরু করেছেন যা ২০২০ সালে শেষ হবে। একটা প্রোগ্রাম দেখেছিলাম ডিসকভারি চ্যানেলে, সেখানে এই মসজিদের কারুকাজ দেখে মাথা ঘুরতাছিলো। বর্ননাতে না গেলাম, কারন এর বর্ননা দিতে হলে একটা আস্ত ব্লগই লাগবে, পোস্টে কাজ হবে না।

(সবাই দোয়া করবেন যেন খুব দ্রুত হজ্জ করে আসতে পারি) (বি.দ্র. ছবি গুলোর সাথে ক্যাপশন দিব। আজ রাত ১০ টার মধ্যে। সাথে থাকবেন আশা করছি এবং প্লিজ ফিডব্যাক জানাবেন) (যথারীতি, সবার দৃষ্টি আকর্ষন করছি। আমরা কাওমি মাদ্রাসার ছাএ-ছাএীদের মুখের যত্ন ও রোগ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি নিয়ে কাজ করছি। আপনারা আমাদের ফেসবুক গ্রুপ Children's Oral Health Development Foundation (COHDF) ফলো করে আমাদের এক্টিভিটি সম্পর্কে জানতে পারবেন।

এছাড়া ব্লগে তো আমি পোষ্ট করবোই। নিজেদের সামর্থে এই বিশাল প্রোজেক্ট শেষ করা এক কথায় খুবই কঠিন। কিভাবে মুখের যত্ন নিতে হয়, কিভাবে দাঁত ব্রাশ করতে হয় কিভাবে হাত ধুতে হয় তা হাতে কলমে শেখানো ছাড়াও প্রতিটা মাদ্রাসা ছাএ-ছাএীকে আমরা বিনামুল্যে টুথব্রাশ, টুথপেষ্ট ও সাবান দিচ্ছি। এই প্রোজেক্ট চালাতে আমাদের এখন ব্যক্তিগত ও কর্পোরেট ফান্ড খুব দরকার। তবুও আমরা সাহস করে শুরু করেছি এবং আশা করছি আপনারা সবাই এগিয়ে আসবেন।

আপনাদের যেকোন ধরনের সহায়তা আমাদের কাজকে এগিয়ে নিবে। আমাদের মেইল করতে পারেন - যে কোন তথ্যের জন্য আমাকে ফোন করতে পারেন - ০১৬৮১ ৪০৯ ৭৭৯ ) ধন্যবাদ সবাইকে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.