আমাদের কথা খুঁজে নিন

   

পাইলট আর লাবিবের শুভ জন্মদিন

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে। এ মাসের ৭ তারিখে আমাদের জন্য একটা অতিশয় শুভ দিন ছিল। পাইলটের এসএসসি'র রেজাল্ট বের হয় সেদিন।

সে জিপিএ-৫ (ইংলিশ ভার্সন) পেয়ে পাশ করে। আজ পাইলটের শুভ জন্মদিন। এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তি এবং ওর জন্মদিন উপলক্ষে ওকে একটা এ্যাকুয়াস্টিক গিটার গিফ্‌ট করলাম। গতকাল ছিল লাবিবের জন্মদিন। লাবিবের উপহার একটা হেলিকপ্টার।

পাইলটের বয়স ৩-৫ দিন লাবিবের বয়স ৩-৫ মাস গিফ্‌ট কেনার আগে-পরে পাদটীকা পাইলটের গীটার। এটা পাইলটের দ্বিতীয় গীটার। এর আগে ২০১০ সালে একটা কিনেছিল সাড়ে ৩ হাজার টাকা দিয়ে। ওটা ২০১১ সালে বিক্রি করে দেয় ৫ হাজার টাকায় না, কোনো লাভ হয় নি কেনা গীটারে সে আরো প্রায় হাজার তিনেক টাকা খরচ করেছিল। গীটার ওর খুব প্রিয়।

সে শোনে ইংলিশ ব্যান্ড, আর কিছু বাংলাদেশি গান। ২৮ মে তারিখে সাইন্স ল্যাবরেটরির মোড় থেকে সে নিজের পছন্দমতো গীটার কেনে। গীটারের দাম ১৫,৩০০ টাকা। বেল্ট, ব্যাগ, ইত্যাদি এসেসরিজ সহ মোট দাম ২০,৫০০ টাকা। এক বছর পর ওকে বেস গীটার কিনে দেব এই শর্তে যে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে তাকে সবগুলো সাবজেক্টে এ+ পেতে হবে।

ফাইনালি, এইচএসসিতে গোল্ডেন ফাইভ পেলে তার জন্য একটা কী-বিবোর্ড, যেটির বর্তমান মূল্য ১,২০,০০০ থেকে ১,৮০,০০০ হাজার পর্যন্ত। ওদের লেখাপড়া আর মেধা বিকাশের জন্য আমার সমুদয় সঞ্চয় খরচ করতে কোনো কার্পণ্য করবো না। এ গীটার পেয়ে পাইলট মহাখুশি। লাবিবের হেলিকপ্টার। গত বছর সুদান থেকে ফেরার সময় লাবিবের জন্য একটা হেলিকপ্টার কিনেছিলাম।

কিন্তু বাড়িতে আনার পর ওটি উড়ানো যায় নি বলে ওর যে কষ্ট ছিল, তা আমাকে নীরবে পুড়িয়েছে। গতকাল নিউমার্কেটে ওর গিফ্‌ট কিনতে যেয়ে হেলিকপ্টার পেয়ে গেলাম। এটির দাম ১,৬০০ টাকা। তিন ভাইবোন আর লাবিবের বন্ধুরা মিলে গতরাত থেকে খুব মজা করে খেলছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।