আমাদের কথা খুঁজে নিন

   

ট্রেন ভ্রমণে ই-টিকেটিং চালু

রেলপথ মন্ত্রণালয় থেকে: ডিজিটাল বাংলাদেশের পথে আরেক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ। আজ মঙ্গলবার থেকে রেলওয়েতে চালু হলো স্বপ্নের ই-টিকেটিং। ইন্টারনেটের মাধ্যমে যে কেউ বাসা-বাড়ি, অফিসে বসেই অতি সহজে ভিসা কার্ড, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করে টিকিট কিনতে পারবেন। এতে যাতায়াতের অর্থ ও সময় সাশ্রয় হবে। মঙ্গলবার দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের (রেলভবন) সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে ই-টিকেটিং- এর উদ্বোধন করেন যোগাযোগ ও রেলপথ মন্ত্রী ওবায়দুল কাদের।

আনুষ্ঠানিক উদ্বোধনের সময় মন্ত্রী বলেন, ই-টিকেটিংয়ের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের পথে একধাপ অগ্রগতি হলো। তিনি বলেন, ‘রেলের টিকেট কাটতে যে ভোগান্তি সে জন্য অনেকেই নিরাপদ রেলপথের বদলে বিকল্প পথ খুঁজে নেন। ’ যাত্রী সাধারণের সুবিধার্থেই রেলপথ মন্ত্রণালয় ই-টিকেটিং ব্যবস্থা চালু করেছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আজ থেকে মোট টিকিটের ১০ শতাংশ বরাদ্ধ থাকবে ই-টিকেটিংয়ের জন্য। ক্রমান্বয়ে এ বরাদ্ধ বাড়ানো হবে।

’ উদ্বোধন শেষে রেলওয়ের মহাপরিচালক আবু তাহের সাংবাদিকদের বলেন- ‘ই-টিকেটিংয়ের মাধ্যমে কালোবাজারী বন্ধ হবে। ’ তিনি জানান, http://www.esheba.cnsbd.com এ ক্লিক করে রেজিস্ট্রেশন করে যে কেউ সহজ পদ্ধতিতে ই-টিকেটিংয়ের সুবিধা নিতে পারবেন। Click This Link  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.