আমাদের কথা খুঁজে নিন

   

শিকার

ভাইয়া,মিলাদে যাবেন না? না আপু,আপনি যান। আমি আজ সারাদিন অফিসেই থাকব। ড্রইং –ট্রইং সব চেক করে সাইটে পাঠাতে হবে। অফিসের নতুন একটা প্রোজেক্ট শুরু হয়েছে ক’মাস হল। উত্তরায় দশতলা আবাসিক ভবন।

সেটি উপলক্ষ্যে সাইটেই মিলাদ। জৈষ্ঠ্যের শুরুরে ওপেন এয়ার দোয়া মাহফিল বেশ কষ্টকরই ছিল। যথারীতি দোয়া শেষে মিষ্টির প্যাকেট বগলদাবা করে ঘামতে ঘামতে অফিসে ফিরলাম। একি! ভাইয়া কোথায়?উনি তো বলেছিলেন আজ সারাদিন অফিসেই থাকবেন? তবে কোথায় গেলেন?কোনো সাইটে কোন ইমারজেন্সি?কি সেটা?কোথায়? বন্ধুরা ,ভাইয়ার গল্পে পরে ফিরে আসি। তার আগে কষ্ট করে একটূ চোখ বুলিয়ে নিন নিচের লিঙ্কটাতে ।

গত ২৫ তারিখের আমার দেশ পত্রিকার খবর। Click This Link পড়েছেন?আমি জানি আপনি কি ভাবছেন। ভাবছেন এ আর নতুন কি?পুলিশের হারামীপনায় কত সবুজ মিয়ারইতো জীবন যাচ্ছে। আরো কত নৃশংসভাবে। এতো তেমন কিছুই না।

আমিও এব্যপারে একমত আপনাদের সাথে। আসলেই তো, অহরহ এসব হচ্ছে। এসব নিয়ে লেখা মানে energy loss.আসলে আমার লিখতেও আজকাল একেবারেই আলসেমি লাগে। তবুও এবার না লিখে পারলাম না। কেন জানেন?কারন,এই অতি সাধারন পাবলিক সবুজ মিয়ার ছোট ছেলেই হল আমার সেই ভাইয়া।

আমার বস। আমার প্রিয় ভার্সিটির বড়ভাই যার সাথে ভাগ করে খাব বলে সেদিন এনেছিলাম এক প্যাকেট মিলাদের মিষ্টি। কিন্ত,তাকে এসে পাইনি। কারন ,ততক্ষনে তিনি শুনে ফেলেছেন তার জীবনের সবচেয়ে বড় দূঃসংবাদটি। যিনি কিনা বুকে পাথর বেধে গত শনিবার অফিসে এসেছিলেন।

বলেছিলেন-responsibility বলে একটা ব্যপার তো আছে । আপনাদেরকে কিছু না বুঝিয়ে বাড়ি গিয়ে বসে থাকলে চলবে কি করে?কি জবাব দেবেন আপনারা ম্যানেজমেন্ট কিছু জিজ্ঞেস করলে? সেদিনের আনন্দের দোয়া মাহফিলের মিষ্টির বদলে তার কপালে আজ জুটেছে নিজের বাবার কুলখানীর খাবারের তদারকির দায়িত্ব। অথচ,এমনটি কে ভেবেছিল?কোন দোষে একজন সাধাসিধে মানুষ ,যে কিনা কারো বাবা,হাজব্যান্ড ,ভাই,সুস্থ স্বাভাবিক দেহে বাসা থেকে বেরোবেন অথচ স্রেফ কারো খামখেয়ালীর শিকার হয়ে আর কোনদিন ফিরবেন না?আমাদের কি কোন স্বপ্ন নেই?মান সম্মান নেই? রাজনীতি না করেও রাজনীতির পরবর্তী শিকার কে হতে চলেছে?আমরা নিজেরাই কেউ নই তো? ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।