আমাদের কথা খুঁজে নিন

   

আমি শিকার



চারদিকে জীবনের উত্তাল তরঙ্গ, জীবনের স্বপ্ন, সাধের অবসান, জীবনের ক্লান্তি লগ্ন আজ আগত। তাই পড়ন্ত বিকেলকে জানাই স্বাগত। নেশা নেই, আশানেই, নেই আলোর ঝলকানি ব্যর্থতা, বিষণ্নতা তাই সমস্ত অঙ্গে মাখি। চোখে দেখি অমাবস্যার অন্ধকার কানে শুনি গর্জন দোজখের বাদশার। ঝিমিয়ে আসছে অবসন্ন দেহ আফিমের নেশায় মত্ত কোন এক মাতালের মত।

দ্বারে দ্বারে ঘুরে ক্লান্ত কোন ভিক্ষুকের ন্যায়। জীবনটা হারিয়ে ফেলেছি কর্ণফলির বন্যায়। গোলাপ হল বৃন্ত চুত্য খসে পড়ল তাঁরা, সাপের হিংস্রতার শিকার ব্যাঙ। পাখি হারাল নীড়। আমি হারিয়েছি তোমায়, হিংস্র কোনো বাঘের থাবার শিকার তুমি।

আমি শিকার ক্লান্ত সময়ের, হিংস্র পৃথিবীর অক্ষমতার।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।