আমাদের কথা খুঁজে নিন

   

প্রতীক্ষার প্রহর যেন আর শেষ হতে চায় না- Eagerly waiting for the rise of The Dark Knight

আরমান রশীদ বিগত কয়েকদিন যাবৎ প্রায় প্রতিদিনই The Dark Knight Rises এর ট্রেইলার দুইটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছি আর অনুমান করার চেষ্টা করছি, কি হতে পারে এই মুভিতে? নোলান আবার কি চমক দেখাবে আমাদের? অসম্ভব পছন্দের এই সিরিজটার ফিনিশিং কি পারবে শেষ পর্যন্ত আমাদের সবার প্রত্যাশা পূরণ করতে? বাকিদের কথা বলতে পারছি না, কিন্তু দ্বিতীয় ট্রেইলারটা দেখে মুভিটার কাছ থেকে আমার প্রত্যাশা আগের থেকেও অনেক বেড়ে গিয়েছে। কারণ আমি ব্যাটম্যানকে যেভাবে দেখতে চাই, ট্রেইলারটা দেখে মনে হয়েছে যে নোলান এই মুভিতে ব্যাটম্যানকে ঠিক সেভাবেই ফুটিয়ে তুলেছে। ব্যাটম্যানকে আমি বরাবরই আর আট দশটা সুপার হিরো থেকে আলাদা ভাবে দেখি। মানুষের জন্য কিছু করার থেকে নিজের 'হিরোগিরি' দেখানোই যার কাছে বেশি গুরুত্বপূর্ণ না। মানুষের মাঝে আশা বাঁচিয়ে রাখতে যে এত কিছু করার পরও শেষ পর্যন্ত অন্যের অপরাধের দায়ভার নিজ কাঁধে নিয়ে সবার চোখে ভিলেন হয়ে যায়।

আট বছর পর প্রায় 'বৃদ্ধ' হয়ে যাওয়ার পরও যে শারীরিক ও মানসিকভাবে এক প্রকার অপ্রতিরোধ্য বেনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। নিজের ধ্বংসস্তুপ থেকে উঠে দাঁড়ায়। এবং তারপরও মনে করে যে মানুষের জন্য নিজের সবটুকু সে দিতে পারেনি। এত মানুষের এত প্রত্যাশা, এত জল্পনা-কল্পনা, সব মিলিয়ে শেষ পর্যন্ত The Dark Knight কে ছাড়িয়ে যাওয়া নোলানের জন্য বেশ কষ্টসাধ্যই হবে। কিন্তু তারপরও নোলান এবং তার ব্যাটম্যান আমার জন্য সবসময়ই স্পেশাল হয়ে থাকবে 'Heroism' এর কনসেপ্টটাকে আমার কাছে নতুন করে তুলে ধরার জন্য।

আমিও এখন ব্যাটম্যানের মত মনে প্রাণে বিশ্বাস করি যে, "It's not who I am underneath, it's what I do that defines me." ১ম ট্রেইলারঃ ২য় ট্রেইলারঃ  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।