আমাদের কথা খুঁজে নিন

   

প্রতীক্ষার প্রহর

আমার দিবা-রাত্রির কাব্য তোমায় ছাড়া কখনো সম্পূর্ণ হয় না। আমি মনের জানালা খুলে বসে থাকি তোমার পাঠানো দখিনা বাতাসের সুখের ছোঁয়া পাবার আশায়। আমি আকাঙ্খার রোদে ভিজে পথ হাটি তোমার ছায়াকে ধরার আশায়। স্বপ্নের চিলে কোঠায় তুলে রেখেছি বাস্তবতার নাটাই ঘুড়ি। হয়তো একদিন নীল আকাশে শরতের মেঘের মত উড়বে সেই ঘুড়ি।

তুমি আমি একসাথে ধরবো সে নাটাই। প্রতীক্ষার প্রহরগুলোকে পাঠাবো অনন্ত ছুটিতে। সারা জীবনের মাইনে দিয়ে বিদায় দেবো কষ্টের এই সময়গুলোকে। নির্বাসনে চলে যাবে অপেক্ষার চোরাবালি। শুধু প্রতি রাতে বাতাসের কানে চুপিচুপি বলে দিও আমি আছি তোমার সব ভাবনার কেন্দ্র থেকে পরিধিতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।