আমাদের কথা খুঁজে নিন

   

প্রতীক্ষার পরে ২

পাশেই তো থাকে দৃষ্টির আড়ালে তবু দৃষ্টিতে মিশে দূরের ঐ মেঘমালা কে বলেছিলাম আমি শূন্যতায় বাস করি সে একটু হেসে বিদ্রূপ করে বলেছিল তুমি তো শূন্যতার মেয়ে গভীরের অন্তনীলে শূন্যতার বুকে তোমার জন্ম ভাবনার অন্তরালেই বুঝি লুকিয়ে থাকে জীবনের অপূরনীয় স্বপ্নের ভান্ডার। একটা সময় কবর খুরে মৃত লাশের গায়ে একে দেই আপন মানচিত্র একটা সময় নিজেই হই লাশের বাহন। অনেক অবহেলায় অনেক অযত্নে ধুলা জমেছিল জীবনের ক্যানভাসে.. তুতুরির টানে যেমন নাগরাজ ছুটে আসে একটুকু আলো পাওয়ার আশায় আমি ছুটে আসি আমাকে জীবনের অন্তিম নিঃশ্বাস টুকু নিতে দাও যদি ঘৃণা করো তবে ছুড়ে ফেলে দাও না হয় স্বপ্নসারথী হতে দাও। তুমি নিঃস হয়েই ছিলে আমাকে ঘৃণা করতে না পারার পরাজয় নিয়ে। তুমি অনেক দূরের পথচলা ক্লান্ত পথিকের মতো ভাষাহীন নীরব অহংকারে বলে উঠলে "তুমি নিজ থেকে তো আসনি অক্রম প্রতীক্ষার পরে আমার দিশেহারা ভালবাসা আমাদের পথপ্রদীপ হয়েছে.... বলো হয়নি?  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।