আমাদের কথা খুঁজে নিন

   

প্রতীক্ষার শেষে

ছেলে বেলার সেই দিন গুলো মনে পড়ছে। মফস্বলের খাঁ খাঁ রেল স্টেশন দুপুর বেলায় এক কাপ চা। তখনো তা রপ্ত হয়নি, কতো বার ঠোটঁ পুডিয়ে ফেলেছি............. আর রংঙিন শহরে এসে বুঝছি, শব্দ করে পিরিচে চা খাওয়া অভদ্রতা। মা কমলার খোলা তুলে রাখতো শুকিয়ে পানের সঙে খেতে নাকি দারুন লাগে। অবশ্য আমার পানের অভ্যাস নাই। পরিচিত-- লোকালয় ছেড়ে দুরে গিয়ে খুব সর্তক হয়ে লুকিয়ে চুরিয়ে শুরু হলো সিগারেট টান। সাগরের মাতাল হাওয়ায় সে সব দিনের জন্য হাসি পায় প্রতীক্ষায় শেষে,বিরহকাতর মন যখন তোমার কাছে এসে পৌছে বিষাদ যেন শেষ ভেতরে পদ্ম ফোটে.................................।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।