আমাদের কথা খুঁজে নিন

   

পূর্ব পশ্চিম

"হরি আছেন পূর্বে, আল্লা আছেন পশ্চিমে, তুমি তোমার হৃদয় খুঁজে দেখ- করিম ও রাম উভয়েই আছেন হৃদয়ে; এ জগতের সমস্ত মানব-মানবীই তাঁর অংশ।" (সন্ত কবীরের গান; তর্জমা রবীন্দ্রনাথ ঠাকুর) (আখতারুজ্জামান ইলিয়াস-কে) আমাদের ভালোথাকা প্রতিদিন পালা করে অস্ত গেছে পশ্চিমের আকাশে পূর্বের পথে পথে মাটিতে বরফে ঘাসে ব্যর্থতার গল্পগুলো মিশে গেছে মিশে যেতে যেতে বিকৃত হয়েছে বিস্মৃত হয়েছে এতকালঃ নেমেছে পশ্চিমে বৃষ্টি, ভিজেছে শরীর পূর্বে বাধ্যতামূলক সারা দিন সারা রাত বিষাক্ত বর্ষায় সবকিছু এলোমেলো হয়ে যেতে যেতে ঘুরতে ঘুরতে উল্টোপাল্টা হয়ে যেতে যেতে সবকিছু পশ্চিমের ইতিহাসে পূর্ব হারিয়ে গেছে ‘নেই’ হয়ে গেছে ‘নেই’ হয়ে গেছে !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।