আমাদের কথা খুঁজে নিন

   

ফেদেরারের হার পূর্ব পরিকল্পিত!

পৃথিবীর বাধা-এই দেহের ব্যাঘাতে/ হৃদয়ে বেদনা জমে;-স্বপনের হাতে/ আমি তাই/ আমারে তুলিয়া দিতে চাই। 'মাঠে ঢুকেই দেখি চারদিকে শুধু উল্লাস আর উল্লাস। মনে হচ্ছে, আজ মঙ্গলগ্রহ অভিযান শেষে নভোচারীরা এই মাঠে মাত্রই অবতরণ করেছে। তাই সবার আনন্দের তর সইছে না। পুরো গ্যালারী ছেয়ে গেছে রঙ-বেরঙয়ের পতাকায়।

হর্ষ-কলরবে ব্যস্ত সবাই। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই নিজেকে খুব ফুরফুরা লাগছিল। অনেকদিনের স্বপ্ন পূরণ হবে আজ। এ নিয়ে কেন যে সবার এত মাতামাতি তা আমার কখনোই বোধগম্য হয়নি। এটি হলেই কী আমি অনন্তকাল বেঁচে থাকব? নইলে কী আমি হরিয়ে যাব আটলান্টিকের নীলাভ জলরাশির অতলে?'-বাতাসে এলোমেলো হওয়া চুলগুলো কানের একপাশে গুছিয়ে রাখতে রাখতে ভাবছিল ফেদেরার।

র‌্যাকেটের তারগুলো শেষবারের মত পরীক্ষা করে দেখতে দেখতে নানা প্রশ্ন এসে ভীড় করছিল মনের কোণে। 'অনন্তকাল না হোক ইতিহাসের পাতায় একটি বাক্যে স্থান পাওয়ার মত কাজ আমি অন্তত পূর্বেই করে রেখেছি। তবুও হায়! দ্বিপদ বুদ্ধিবৃত্তিক প্রাণী! কোন কিছুতেই যেন তোমার তৃপ্তির শেষ নেই। শুধু চাই আর চাই। মুহূর্তেই ভেতরটা জানি কেমন করে উঠল।

মনে মনে নিজেকে প্রশ্ন করলাম্। আচ্ছা, আজ যদি আমি হেরে যাই তাহলে কী খুব বেশি ক্ষতি হবে আমার? আমার এত অর্জন কী মিশে যাবে মাটিতে? ভেতর থেকে উত্তর এল-না। তবে এই উৎসবকে নিঃস্তব্ধ শ্মশানভূমিতে পরিণত করায় মহত্ব কী! বাজীকরের মত সিদ্ধান্ত নিয়ে ফেললাম। বৃহৎ আনন্দের কাছে আমার এ পরাজয় অতি নগণ্য ব্যাপারমাত্র! প্রিয় প্রতিপক্ষ, তোমার বাবা-মা আত্মীয় পরিজন এমনকি তোমার প্রিয়তমাও দেখছি মাঠে উপস্থিত আজ। খুব করে চাইছে তোমার জয়।

প্রতিবারই তুমি চূড়ান্তে গিয়ে হোঁচট খাও। হয় আমি নয়ত আমার প্রিয় শত্রুর কাছে বারবার নাস্তানাবুদ হও তুমি। শুধু আজকের এই একটি জয়ই তোমাকে পরিণত করতে পারে জাতীয় বীরে। রাতারাতি তারকা বনে যাবে তুমি। প্রেয়সীর উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হবে আর বিজয় মঞ্চে দাঁড়িয়ে প্রিয়তমার উদ্দেশ্যে ছুড়ে দেবে উড়ন্ত চুমু।

দৃশ্যটি ভাবতেই নিজের ভেতর অদ্ভুত এক পুলক অনুভব করলাম আমি। –যাও, প্রিয় প্রতিপক্ষ আমার! সবার মত আজ আমিও তোমার সমর্থক। আমার মুখের সরু হাসিররেখা হয়ত তোমার চোখে পড়ে নাই বৎস! তোমার এই জয়ে মনে হচ্ছে-আজ আমি সত্যিকারের বড় কিছু জয় করলাম। (ফেদেরারের নির্বিকার ক্ষুদ্র চাহনি আর অলস রাজকীয় ভঙ্গির মাঝে কথাগুলো অনুরণিত হয়েছে। এন্ডি মারে ৬-১, ৬-২, ৬-৪ সেটে জয়ের মাধ্যমে এই প্রথম বড় কোন আসরে পদক/পুরস্কার লাভ করেছে।

) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.