আমাদের কথা খুঁজে নিন

   

ইরানের নিনজা ইস্যু:রয়টার্সের বিরুদ্ধে চার্জ গঠন- এবার ঠেলা সামলানো ভার

ইরানের মহিলা মার্শাল আর্টিস্টদের সন্ত্রাসী হিসেবে তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে তেহরানের আদালত।গত ১৬ ফেব্রুয়ারি লন্ডনভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে দাবি করে যে, "ইরান সরকারের আততায়ী হিসেবে দেশটির হাজার হাজার মহিলা নিনজা প্রশিক্ষণ নিচ্ছে।" ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি এ খবর দিয়েছে। ইরানের বিচার বিভাগ এ সংক্রান্ত অভিযোগ আনুষ্ঠানিকভাবে তেহরানের বিপ্লবী ও পাবলিক আদালতে পাঠিয়েছে।এ ছাড়া, ইরানের ইসলামী সরকার ভাড়াটে খুনিদের প্রশিক্ষণ দিচ্ছে বলে রয়টার্সের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছিল। অবশ্য, কয়েকদিন পর বার্তা সংস্থাটি ওই প্রতিবেদন সংশোধন করে। কিন্তু, এর আগেই ইরানের ভাবমর্যাদা সম্পর্কে মারাত্মক নেতিবাচক চিত্র তুলে ধরা ওই প্রতিবেদন পশ্চিমা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। রয়টার্সের ভিডিও ক্লিপে ইরানের কয়েকজন মহিলা মার্শাল আর্টিস্টকে দেখানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজন বার্তা সংস্থাটির বিরুদ্ধে মামলা দায়ের করেন।#

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.