আমাদের কথা খুঁজে নিন

   

ইরানের দিনগুলো - ৯

ইরানের দিনগুলো - ১ , ২ , ৩ , ৪ , ৫ , ৬ , ৭ , ৮ রোজই লটারী করে ঠিক করা হত পরের দিন কোন কোন দেশের প্রতিযোগিতা হবে। আমার নাম একবারও উঠল না লটারীতে। তাই প্রতিযোগিতার একেবারে শেষ দিনেই আমার পারফর্মেন্স নির্ধারিত হল। এর আগের দিনই আমার রুমমেটের হিফজ প্রতিযোগিতা হয়ে গিয়েছিল। খুব ভালো পারফর্মেন্স দিয়েছে সে।

ওকে নিয়ে আশা করা যায়। রাতের বেলা খাবার সময় একজন ভদ্রলোক এলেন আমার কাছে কয়েকটা চিরকুট নিয়ে। একটা তুললাম। একটা আয়াত লেখা আছে। পরদিন সকালে এই আয়াত থেকে তিলাওয়াত শুরু করতে হবে।

১৫ মিনিট ধরে যতটুকু তিলাওয়াত করা যায় করতে হবে। টেনশনে আমার খাওয়া বন্ধ হয়ে গেল। গলা দিয়ে আর খাবার নামে না। চামচ-কাঁটা রেখে দিয়ে বসে রইলাম। লদান বলল, তুমি খাচ্ছ না কেন? ভয় পাচ্ছ? মাথা নেড়ে বললাম, হুঁ, অনেক কঠিন আয়াত।

লদান বলল, কিন্তু ঐ ভদ্রলোক তো বলছিলেন যে সহজ একটা বাছাই করেছ। আমার কাছে এখন সবই কঠিন। পরে লদান আর খালাম্মা দুজনেই আমাকে সাহস দিতে থাকলেন। আমি আর কিছুই খেতে পারলাম না ঐ রাতে। খাওয়ার পর রুমে এসে কুরআন শরীফ নিয়ে আয়াতটা বের করলাম।

আসলে মনে হয় সহজই, কারণ আয়াতগুলো মোটামুটি ছোট ছোট আর সবগুলো আয়াত এক ধরণের। এরকম হলে তিলাওয়াতের জন্য সুবিধা। কিন্তু তবু টেনশন হচ্ছিল। আমাকে সাহায্য করতে আমাদের সাথে আসা বাংলাদেশী ক্বারী এলেন। আমাকে ভালো করে কয়েকবার প্র্যাকটিস করিয়ে দিলেন।

আর বললেন, যেন সকালে আরও দুই-তিনবার প্র্যাকটিস করি আর এমনিতে মনে মনে সারাক্ষণ প্র্যাকটিস করতে থাকি। একটু সাহস পেলাম। ঐ রাতে অবশ্য ঘুম ভালো হয়নি। পরদিন সকালে আমি আমার কুরআন শরীফ ব্যাগে করে নিয়ে গেলাম। ওখানে যদিও কুরআন শরীফ থাকবে, কিন্তু ওদের ছাপার স্টাইলের সাথে আমি অভ্যস্ত না, তিলাওয়াত করতে গিয়ে ভুল করে ফেলতে পারি।

এখন কোনরকম ঝুঁকি নেয়া যাবে না। বাসে বসে সারাক্ষণই মনে মনে প্র্যাকটিস করছিলাম। অডিটোরিয়ামে গিয়ে শুনলাম একজনের হিফজ পারফর্মেন্সের পরেই আমার ক্বিরাত হবে। কোনদিকে মনোযোগ না দিয়ে কুরআন শরীফ খুলে এক মনে প্র্যাকটিস করে গেলাম। হঠাৎ মনে হল কেউ ছবি তুলল।

তুলুক, আমার তাকানোর সময় নাই। একটু পর আমার নাম ঘোষণা করা হল। আমি স্টেজে গিয়ে বসলাম। রেহেলে রাখা কুরআন শরীফটা পাশে রেখে আমারটা রাখলাম। ভয়ে কাঁপতে কাঁপতে তিলাওয়াত শুরু করলাম।

পাশেই একটা বোর্ডে ট্রাফিকের মত তিনটা লাইট - সবুজ, হলুদ আর লাল। শুরুতে সবুজটা জ্বলে ছিল। ১২ মিনিট তিলাওয়াত শেষে হলুদ লাইট জ্বলল। বুঝলাম এখন আমার তিলাওয়াত শেষ করার প্রস্তুতি নিতে হবে। ঠিক যে আয়াতে শেষ করব বলে ঠিক করেছিলাম, সেটা তিলাওয়াত করার পরেই লাল বাতি জ্বলে উঠল।

আমার সময়ের হিসাব ঠিকই ছিল। বাংলাদেশী ক্বারীর কাছ থেকে একদিনের জন্য ধার করা ক্যামেরাটা লদানের হাতে দিয়ে রেখেছিলাম। স্টেজ থেকে নেমে আসার পর লদান বলল, তিনটা ছবি তুলেছি, একটা সামনে থেকে আর দুইটা দুই পাশ থেকে। সবাই বলল মোটামুটি ভালোই হয়েছে আমার তিলাওয়াত। যেমনই হোক, শেষ হয়েছে এটাই আমার শান্তি।

মনে হচ্ছিল মাথার উপর থেকে একটা বিশাল বোঝা ফেলে এসেছি। পরে ডিজি স্যার লদানের কাছে জানতে চেয়েছিলেন আমি কেমন পারফর্ম করেছি। লদান তো অতি উচ্ছাসের সাথে বলে দিল, অনেক সুন্দর হয়েছে। ডিজি স্যার বললেন, তাহলে কি ফার্স্ট হবে? আমি বললাম, আরে না না স্যার, ওর কথায় কান দিবেন না, বাড়িয়ে বলছে। সেদিন আমার পারফর্মেন্সের পর চা-বিরতির সময় আমাদের সবাইকে নিয়ে গেল বিচারকদের রুমে।

এখানকার বিচারের নিয়মটা একেবারেই অন্যরকম। বিচারকরা সম্পূর্ণ আলাদা একটা রুমে বসেন, তারা প্রতিযোগীদের চেহারাও দেখেন না, নাম, দেশ কিছুই শোনেন না। শুধু একটা সিরিয়াল নাম্বার দেয়া থাকে। নাম ঘোষণার পর তাদের হেডফোন চালু করা হয়। তারা শুধুমাত্র তিলাওয়াত শুনে মার্কস দেন।

তাই পক্ষপাতিত্বের কোন সুযোগ নেই। ওদের সেই রুমে গিয়ে আমরা তাদের বসার জায়গা, হেডফোন সবকিছু দেখলাম। সাত-আটজন বিচারক ছিলেন। সবাই মহিলা। আর ছেলেদের জন্য সব পুরুষ বিচারক।

সবার মার্কস যোগ করে গড় করে চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। দিনের প্রতিযোগিতা শেষে বের হয়ে বাসে ওঠার সময় একটা আকাম ঘটিয়ে ফেললাম। সব টেনশন দূর হয়ে এত বেশি রিল্যাক্স হয়ে গিয়েছিলাম যে নাচতে নাচতে বাসের দিকে রওনা দিচ্ছিলাম। ফুটপাথ থেকে একটু ঢালু হয়ে রাস্তায় মিশেছে, এমন জায়গায় এসে পা পিছলে ধড়াম! আসলে পুরোপুরি ধড়াম হইনি, পিছনেই লদান ছিল। মাটির সাথে আমার সংযোগ ঘটার আগেই সে আমাকে দুই হাত দিয়ে ধরে দাঁড় করিয়ে দিয়েছিল।

কিন্তু এই দৃশ্য ততক্ষণে সবাই দেখে ফেলেছে। সবাই হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে ফেলল। আমিও সেই হাসিতে যোগ দিয়েছিলাম, শুধু আমার মুখটা হয়ে গিয়েছিল। পাকিস্তানের জন্য নির্ধারিত ইরানী গাইড মারজান দুষ্টুমি করে বলেই ফেলল, ও লদান, তুমি কি ওকে ধাক্কা দিয়েছিলে না কি? লদানও হাসতে হাসতে বলল, আরে না, আমার তো কিছুই করা লাগে নাই। তো সেইদিনই প্রতিযোগিতা শেষ হবার কথা।

পরের দিন ফলাফল ঘোষণার সাথে সাথে পুরস্কার বিতরণ আর সমাপনী অনুষ্ঠান হবে। কিন্তু সেদিন রাতেই দেখা গেল মিশরের প্রতিযোগীরা এসে পৌঁছেছে। যেহেতু ফলাফলের আগেই এসে পৌঁছাতে পেরেছে, তাই পরদিন সকালে ওদের প্রতিযোগিতা নেয়া হল। ফলাফল ঘোষণা হবে বিকালে। বিকালে সবাই দুরু দুরু মন নিয়ে গেল অনুষ্ঠানে।

আমার কোন টেনশন নাই। আমি নিশ্চিত যে আমার বিষয়ে প্রথম হবে মালয়েশিয়া, দ্বিতীয় ইরান আর তৃতীয় পাকিস্তান। বাকীদেরটা বলতে পারি না। শুরুতে সেই বক্তৃতা শুরু হল, যার কিছুই বুঝতে পারছিলাম না, বোঝার চেষ্টাও করছিলাম না। খালাম্মা একটা বক্তব্য দিলেন, লদান সেটা ফারসিতে অনুবাদ করে শোনাল।

ডিজি স্যার একটা টাশকি খেলেন, উনি জানতেনই না যে খালাম্মা বক্তব্য তৈরী করে রেখেছিলেন। পরে অবশ্য অন্য দেশের সুপারভাইজাররা একটু মন খারাপ করে খালাম্মাকে বলেছিলেন যে এই বক্তব্যে শুধু বাংলাদেশের পক্ষ থেকে না বলে অন্য সব দেশের পক্ষ থেকেই বলা উচিৎ ছিল। খালাম্মা আমাকে পরে বললেন, আমি কি জানি নাকি অন্যরা কী বলতে চায় না চায়, আমি তো আমার দেশের কথাই বলব। তবে খালাম্মার বক্তব্যে মুগ্ধ হয়ে একজন ইরানী সুপারভাইজার খালাম্মাকে ফারসি কবিতার একটা বই উপহার দিয়েছিলেন। অনুষ্ঠানের মধ্যেই রেডিও-র সেই বাঙালী সাংবাদিক আমাকে ডাক দিলেন।

আমি উঠে গিয়ে লবিতে দেখা করলাম। দেখি ওখানে লদানও আছে, তার হাতে একটা নীল কাগজে ফারসি ভাষায় ছাপা কিছু লেখা। লদান বলল, এটা কী জানো? তোমাদের ফলাফল। আমি জানতে চাইলাম ফলাফল। লদান বলল, ছেলেদের ক্বেরাতে বাংলাদেশ দ্বিতীয়, হিফজেও বাংলাদেশ দ্বিতীয়, মেয়েদের হিফজেও বাংলাদেশ দ্বিতীয়, আর ক্বেরাতে তুমি তৃতীয় হয়েছ।

আমি খুশিতে নাচতে থাকলাম। সত্যি সত্যিই লাফাচ্ছিলাম প্রায়। এত্ত খুশি জীবনে কখনও হয়েছি বলে মনে পড়ে না। সেই সাংবাদিকও খুব খুশী। বাংলাদেশের এমন সাফল্য যে প্রতিটি প্রতিযোগীই পুরস্কার পেয়েছে।

সে পুরো ফলাফলটা বাংলায় লিখে নিল। আমিও অন্যদের ফলাফল শুনে নিলাম। ছেলেদের ক্বেরাতে ইরান প্রথম আর পাকিস্তান তৃতীয়; ছেলেদের হিফজে মরক্কো প্রথম, ইরান তৃতীয়; মেয়েদের হিফজে পাকিস্তানের পিচ্চি মেয়েটা প্রথম, তুরস্ক তৃতীয়; আর মেয়েদের ক্বিরাতে ইরান প্রথম, মালয়েশিয়া দ্বিতীয় হয়েছে। আমার মুখে হাসি যেন আর ধরেই না। প্রায় নাচতে নাচতেই অডিটোরিয়ামে ফিরে এলাম আর সবাইকে ফলাফল বলে দিলাম।

মালয়েশিয়ার ক্বারীয়া একটু মন খারাপ করল, সে প্রথম হবার আশা করেছিল। পাকিস্তানের ক্বারীয়ারও মন খারাপ। যা হোক একটু পর অফিসিয়ালি ফলাফল ঘোষণা করা হল। এরপর সম্মিলিত পারফর্মেন্সের হিসাবে দেশেরও একটা ফলাফল ঘোষণা করা হল যেখানে ইরান প্রথম, পাকিস্তান দ্বিতীয় আর বাংলাদেশ তৃতীয় হল। যদিও একমাত্র বাংলাদেশেরই সব প্রতিযোগী পুরস্কার পেয়েছে, কিন্তু প্রথম পুরস্কার একটাও ছিল না বলে এই দৌড়ে একটু পিছিয়ে গেলাম আমরা।

যা হোক, আমরা সবাই খুশি ছিলাম আমাদের ফলাফলে। একটা ব্যাপারে অবশ্য একটু খটকা লাগল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুধু প্রথম পুরস্কার প্রাপ্তদেরই পুরস্কার প্রদান করা হল। আর বাকীদের ঐদিন রাতের খাবারের পর আলাদা করে ক্লাবেরই ছোট একটা হলে নিয়ে পুরস্কার দেয়া হল। এটা নিয়ে পরে ডিজি স্যার ওদেরকে বেশ ভালোমতই কথা শুনিয়ে দিলেন।

পরদিন লদান আমাদের রুমে এসে দেশে ফোন করার ব্যবস্থা করে দিল। প্রথমে খালাম্মা তার মেয়েদের সাথে কথা বললেন। এরপর আমি ফোন করলাম বাসায়। আম্মার সাথে কথা হল, মেজপার সাথেও কথা বললাম। আমাদের ফলাফল জানিয়ে দিলাম।

আমার আরেক রুমমেটের বাসায় ফোন করার চেষ্টা করা হল, লাইন পাওয়া গেল না। তবে আম্মা ওর ফুফুকে ফোন করে জানিয়ে দিয়েছিলেন খবরটা। এতদিন পর এইসব কথা লিখতে গিয়েও ভালো লাগছে। খুব সুখের ছিল ঐ অনুভূতিগুলো। এখনও কেউ যদি জানতে চায় জীবনের সবচেয়ে সুখের স্মৃতি কী? সবার আগে এই মুহূর্তগুলোর কথাই মনে পড়ে।

ইরানের কথা বলার আছে আরও অনেক কিছু। আগামী পর্বে বাকীটুকু বলে শেষ করার চেষ্টা করব। চলবে.............. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.