আমাদের কথা খুঁজে নিন

   

স্কুল জীবনে পড়ালেখার সাথে সাথে শিশুরা পাচ্ছে নয়টি বিপজ্জনক শিক্ষাঃ এই শিক্ষা তাদের কর্মজীবনে বিপজ্জনক হতে পারে

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি শিশুরা স্কুল জীবনে যা শিখছে তা তাদের পরবর্তী জীবনে উপকারের চেয়ে ক্ষতির কারণ হয়ে উঠতে পারে বলে মত দিয়েছেন গবেষকরা। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রেণীকক্ষে শিক্ষকরা যা শেখান এর বাইরেও শিশুরা ৯টি মানসিক শিক্ষা লাভ করে, যা তাদের পরবর্তী জীবনে স্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশ্বের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও বিষয়ের তালিকা প্রণয়নের জন্য বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ফোর্বস গত ২ মে 'বিপজ্জনক শিক্ষা'র তালিকাটি তৈরি করেছে। ডায়াগ্রামের সাহায্যে এর ব্যাখ্যা তুলে ধরা হয়েছে, যাতে উল্লেখ করা হয়েছে শিশুদের মনোজগতে কী ক্ষতিকারক প্রভাব বিস্তার করতে পারে এসব 'শিক্ষা'। বিপজ্জনক এই পাঠের তালিকার বিশ্লেষণ করা হয়েছে এই ভাবেঃ প্রথমটি হচ্ছে, 'শিক্ষকরা সব কিছুই জানেন'- এ ধারণা লাভ।

শিশুরা মনে করে, শিক্ষকরা খুবই জ্ঞানী এবং তাঁরা মারাত্মক ক্ষমতাধর। এ ধারণার কারণে অনেকেই জীবনে বিতর্কিত বিষয়গুলো যাচাই করে দেখার মানসিকতা হারিয়ে ফেলে। দ্বিতীয় শিক্ষাটি হচ্ছে, স্কুলের পড়া শেষ জীবনের শেখার পালাও শেষ। বাকি জীবন পুরোটাই খেলার অংশ। এর ক্ষতিকারক প্রভাব হলো, এ শিক্ষার মাধ্যমে অনেকে দিবাস্বপ্ন জাতীয় মানসিক সমস্যায় আক্রান্ত হয়।

তৃতীয় শিক্ষাটি হচ্ছে, সেরা ও ভালো ছাত্রছাত্রীরাই কেবল সব ধরনের নিয়ম মেনে চলে। এর ফলে শিশুরা ঈর্ষাপরায়ণ হয় এবং ঊর্ধ্বতন ও অধস্তনের মধ্যে মর্যাদাগত লড়াইয়ের মানসিক সমস্যা তৈরি হয়। চতুর্থ শিক্ষাটি হচ্ছে, বইয়ে যা লেখা আছে, সেটাই সব সময় ঠিক। এর ফলে তথ্য খোঁজার জন্য বহুমুখী সূত্র ব্যবহারের মানসিকতা নষ্ট হয়ে যায়। পঞ্চম শিক্ষাটি হচ্ছে, জীবনে অর্থনৈতিক সাফল্যের সরল পথ একটিই- আর তা হচ্ছে স্কুলের পড়া শেষ করে কলেজে যাওয়া।

তাই ফেল করে যারা কলেজে যেতে পারেনি বা গণিতে যাদের সমস্যা রয়েছে, তাদের মনে এ ধারণা বদ্ধমূল হয়ে গেঁথে যায়। ষষ্ঠ শিক্ষাটি হচ্ছে, ভালো নম্বর পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো আচরণ। এর ফলে নিজস্ব চিন্তাশক্তির বিকাশ ক্ষতিগ্রস্ত হয়। সপ্তম শিক্ষাটি হচ্ছে, পরীক্ষায় ভালো নম্বর ছাড়া আর কোনো কিছুই ভবিষ্যৎ উপার্জনের জন্য ভালো হতে পারে না। এর ফলেও মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হয়।

অষ্টম শিক্ষাটি হচ্ছে, ক্লাসে যাওয়ার চেয়ে ছুটির দিনই বেশি মজার। আর এর সুদূরপ্রসারী প্রভাব পড়ে কর্মজীবনেও। সর্বশেষ নবম শিক্ষাটি হচ্ছে, শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে কেবল চাকরি করা। এর ফলে সৃষ্টিশীল বা উদ্যোগী মানসিকতা নষ্ট হয়ে যায় অনেকের। সূত্র : ফোর্বস ডট কম।

Nine Dangerous Things You Were Taught In School এই প্রতিবেদনটি পড়ে আপনি মনে করে দেখুন তো কী ভয়ংকর কিছু 'শিক্ষা'ই না আপনি লাভ করেছিলেন স্কুলজীবনে। আর আপনি যদি শিক্ষক কিংবা স্কুলগামী কোনো শিশুসন্তানের অভিভাবক হন, তাহলে শ্রেণীকক্ষে পাঠ্য বইয়ের বাইরে শিশুদের 'সুদূরপ্রসারী ভয়ংকর' শিক্ষা গ্রহণ থেকে তাদের রক্ষা করতে সতর্ক হোন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.