আমাদের কথা খুঁজে নিন

   

আমার স্কুল জীবন সিলভারডেল প্রিপারেটরী এন্ড গার্লস হাই স্কুল

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

প্রথম স্কুল সিলভারডেল প্রিপারেটরী এন্ড গার্লস হাই স্কুল, ওয়ারী ক্লাশ প্লেগ্রুপ থেকে ক্লাশ ফোর প্লেগ্রুপে ছিলাম 5ম। দেখতে ছিলাম বেশ নাদুশ নুদুশ। ছবি দেখে বুঝি। কেজি ওয়ান আশ্চর্যজনক ভাবে ফার্স্ট।

বেশ খুশি। এর মধ্যে তিশার সাথে জটিল ভাব জমাইছিলাম। টিফিনের বক্স ওর জন্য উন্মুক্ত। কেননা প্লে তে ওছিলো ফার্স্টগার্ল। এর পর 2/3/4 সবই মেয়ে সো বয়েস ছিলাম ফার্স্ট।

কেজিতে আমি ফার্স্ট তিশা সেকেন্ড। মনে নাই এর পরের কথা ফাইনালের রেজালট মনে আছে 9ম । তিশা আবার ফার্স্ট। ওয়ানে পরিচয় আনোয়ার /আলী /কবির /বাপিপ /নাদিম/বিশ্বজিত/এবং শিমু। শিমুর রোল দশ।

নিয়মমত ওর পাশেই বসতে হয় আরেকটা নতুন বন্ধু। এবং নীপা রোল 11 আমার পেছনের সিট। জটিল পাগলী মেয়ে। ওয়ানের ফাইনালের লাস্ট ক্লাশে পার্টিতে মাথা ফাটালাম চারফলে এখন ও চুলে আচরানো সম্ভব না। রেজালট মোটামুটি 8ম।

শিমু12 নিপা 28। ক্লাশ 2। আনোয়ার 9ম আমার পেছনে। সাথে কেছিল মনে নাই। আনোয়ারের সাথে নেশা ধরলাম ভিডিও গেম।

এর মধ্যে বাবা চলে গেল আমেরিকা। মায়ের শাসন শুরু কিন্তু বাবার টাকার জোর আরম্ভ। ফাইনালের রেজালট সাতবিষয়ের মধ্যে চারটায় ফেল কারন ভিডিও গেম। ফলাফল ঐ স্কুলেরআজ পর্যন্ত রেকর্ড চারদিন শুধুমাত্র আমার জন্য ফেল করলাম কেন?টিচার দায়ী কিনা এই সিদ্ধান্ত নিতে পরে আমার প্রমোশন এবং একসাথে চারটিচারের চাকরি শেষ। ক্লাশ থ্রি।

সিস্টাম চেনজ যার যেখানে যার সাথে ইচ্ছা বসো। আমি শিমু/তিশা/নীপা/আনোয়ার/আলী পাশাপাশি আগে পিছে কিন্তু বেশীর ভাগসময় শিমু আমি একসাথে। টু তে চারটায় ফেলের কারনে স্পেশাল কোচিং আমার স্কুল থেকে ফ্রি। শিমু তিশা নিপা বিশ্বজিত আসলো টাকা দিয়ে পড়তে। ফলাফল ফাইনালে আবার ফাস্ট শিমু সেকেন্ড তিশা তিনটায় ফেল প্রমোশন নাই।

সেইবার সবের্াচ্চ উপস্থিতি ও শিক্ষকমূল্যয়নের ফলাফলে দুইটা পুরুস্কার বার্ষিক পুরুস্কার বিতরনী তে। জীবনের প্রথম স্টেজ এ। ক্লাশ ফোর। আমাদের শেষ বছর কারন ছেলেদের 5ম পর্যন্তই কিন্তু মেয়েদের কলেজ। আমরা কিছুটা আপসেট।

চলছিলো ভালোই বাবার টাকা আমার কিছুটা মনযোগ ফলাফল ক্লাশের গুডবয় খেতাব। ফাইনালের পার্টি তখন আমি নিজে বাবার জোরে দ্যাটস মিন টংকার জোরে টোটালটার ফাইনানসার। কিন্তু মনে আছে অনেক কেদেছিলাম আসার আগে কারন আমি জানতাম ক্লাশ ফাইভে আমি যাচ্ছি ঢাকা গভঃ মুসলিম হাই স্কুলে। পরবর্তী আকর্ষনঃ আমি এবং ঢাকা গভঃ মুসলিম হাই স্কুলে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.