আমাদের কথা খুঁজে নিন

   

দিল্লী কা লাড্ডু

Cheiro Sharier এর বাংলা ব্লগ ১৬টি বছর কেটে গেলো মোর দিল্লী কা লাড্ডু খেয়ে রহস্যময়ী এ অমিয় বচন অনুধাবন করিনি আগে সূদীর্ঘ সময় হারিয়ে আজ বুঝলাম হাড়ে-হাড়ে হয় কারো লাভ আর কারো লস্‌! নিখূঁত হিসেব করে............ না খেয়ে ও কেহ পস্তায় যদি খাওয়াই উত্তম বলে যুক্তি খাও তবে দেখে শুনে ষষ্ট ইন্দ্রিয়ের সুক্ষ জ্ঞানে ভীরু পদক্ষেপে চৌমাত্রিক বিশ্লেষনে........ খেলে গোগ্রাসে-আবেগের বশে কাটাবে জীবন কায়-ক্লেশে কারো বা আবার ক্ষতে ক্যান্সার কেমো’তেও নাহি সারে সম্বিত ফিরে এলেও সময় যে ফেরে না ক্ষয়িত ক্ষরণ বহে অবিরাম ঘুরে-ফেরে একই বৃত্তে....... বহে জীবননদী কারো নিরবধি কারো বা বুক চাপড়ে................... কিন্তু এ আমার অদ্ভূদ ব্যাপার! নিউটনের গতি হচ্ছে ভ্রান্তি চলছে গাড়ি নিউট্রলে লাভ নেই ক্ষতি নেই জিরো মাইলেজে.........! শুন্য হতেই নাকি সব সৃষ্টি বয়ে চলেছি সেই কৃষ্টি জড়িয়েছে অষ্টে-পৃষ্ঠে....... হিরো নেই মোর তিন হিরোইন! আগামীও দোলে মগঢালে....... ছাড়ালে না ছাড়ে বড্ড মায়া বাড়ে... নবূয়তের ক্ষনও যে ঘনিয়ে এসেছে হায়! জন্ম-মৃত্য-বিয়ে যাহ্‌ ভাববো না বেশী ধরে নিলাম আমি- আমার বেলায় ওপর ওয়ালাই সব করে.......................(!)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।