আমাদের কথা খুঁজে নিন

   

দিল্লী ৬

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়। ইন্ডিয়া গিয়েছিলাম এই মাসের ১১ তারিখে। ওয়ার্ল্ড সোশ্যাল সাইন্স কংগ্রেসে যোগদান করতে। পুরো ইন্ডিয়া জুড়ে নিরাপত্তার কড়াকড়ি এবং সেটার নানান ফাঁক ফোকর।

সীমান্ত হত্যার বিষয়টা তাদের কাছে প্রাদেশিক এখনো। মানে দিল্লী অনেক দূর। বেশ লম্বা সফর চেষ্টা করেছি দিল্লীকে নানাভাবে দেখতে। আর সেটা নিয়েই ছবি ব্লগ। চাঁদনী চক, শিব রাত্রিতে লাল কিল্লার পাশের মার্কেটে লাল কিল্লার পথে পাহাড়গঞ্জ মেইন বাজার ১ পাহাড়গঞ্জ মেইন বাজার ২ চকের রাস্তায় পথে পথে এমন দোকান অনেক নানান রংএর খেলা গুরুদুয়ারায় চকের বাজার স্টেডিয়ামের আলো কন্নৌট প্লেস লোটাস টেম্পলের পাশের মন্দির মানুষ, পথে পথে, নানান বয়সের লোটাস টেম্পল এর পথে শিব রাত্রির রথ বিজ্ঞাপন চলছে বাজনা চলছে বৈষম্য।

খান মার্কেট। শুভেচ্ছা সবাইকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।