আমাদের কথা খুঁজে নিন

   

ন্যায্য হিস্যার আন্দোলন

আিম স্কুল জীবন েথেক িলিখ শহীদুল ইসলাম প্রামানিক যাদের রক্তে খবর চলে কলের চলে চাকা তাদের বুকের আঘাতগুলো পরছে অনেক ঢাকা। মালিকদের ঐ অত্যাচারে দালাল চক্রের যাতায় অত্যাচারের শত কাহিনী কুলায় না আর মাথায়। শত আঘাতে দল বেঁধেছি নির্যাতিত সব মিলে ন্যায্য হিস্যা আদায় করতে সাহস এনেছি দিলে। করছি মিছিল রাজপথে আজ দিচ্ছি স্লোগান সকল বাঁধা গুড়িয়ে দিয়ে তুলবো যে তুফান। আন্দোলনের অগ্নি শপথ ফিরবো নাকো পিছে ন্যায্য হিস্যা আদায় ছাড়া জীবনটাই যে মিছে। হাড্ডিতে আজ শক্তি জেগেছে রক্তে উঠেছে বান ক্ষীণ কন্ঠে জোয়ার এসেছে উদ্ধত স্লোগান। মানবোনাকো পাথর পাহার পিছে যাবোনা ডরে ন্যায্য হিস্যা আদায় করে তবেই ফিরবো ঘরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.