আমাদের কথা খুঁজে নিন

   

ন্যায্য দাবি আদায়ে কেন অন্যায্য হত্যাকান্ড????

অতি জ্ঞানিরা আমার ব্লগ থেকে দূরে থাকেন।

অবশেষে শেষ হল ন্যায্য দাবি আদায়ের জন্য বিডিয়ারদের বিদ্রোহ। সরকার বিডিয়ারদের সব ন্যায্য দাবি মেনে নিবে বলে আশ্বাস দিয়েছে। কিন্তু একটা জিনিস অনেকেই এড়িয়ে গেছে। এই ঘটনায় যে নরকীয় হত্যা হল তার কি হবে।

প্রথম দিন থেকে দেখে আসছি ব্লগের সচেতন ব্লগারা এই ইস্যু নিয়ে অনেক পোস্ট করছেন,যার বেশি ভাগে এই শংকা প্রকাশ পায় যে আর্মি এই ঘটনার জন্য দায়ি,আর তারা প্রতিশোধ নেয়ার জন্য না জানি কি করে। সেনাবাহিনীর সাথে কি বিডিয়ার দের শত্রুতা ছিল? এইসব আজাইরা কথা না বল্লেই কি না?? এটা বিডিয়ার এর নিজস্ব সমস্যা, আর এই সমস্যায় তারা আর তাদের কমান্ডিং অফিসাররা জড়িত। অযাচিত ভাবে আর্মিকে জড়িয়ে খালি পরিবেশ ঘোলাটে করা হচ্ছে। যেখানে বিডিয়ার হল প্যারামিলিটারি ফোর্স। সবাই তো অনেক কথা বলছে কেউত ঐ মৃত মানুষ গুলোকে নিয়ে একটা কথাও বলল না উলটা আমার একটা পোস্টে একজন বলছে এই হত্যা র নাকি প্রয়োজন ছিল।

এই পাশবিক হত্যাকান্ড দিয়ে বিডিয়ার এর ন্যায্য দাবি আদায়ের প্রক্রিয়া, আমার কাছে জঘন্য মনে হয়েছে। দাবি আদায়ের আরো অনেক উপায় নিশ্চই ছিল। তবে কেন এই হত্যাকান্ড? দাবি আদায়ের জন্য এদের না মেরে কি জিম্মি রাখলেই হত না?? ১১ জন মানুষকে নির্বিচারে মারা মানুষের দাবি আদায়ের কোন আইননে আছে আমার জানা নেই। এই হত্যায় জড়িতদের জন্য সাধারন ক্ষমা না দিয়ে বিচারের মুখমুখি করা হোক। ***সবকিছু সুষ্ঠভাবে শেষ হয়েছে তার জন্য সরকার কে ধন্যবাদ।

***

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.