আমাদের কথা খুঁজে নিন

   

ধানের ন্যায্য মূল্য না পেয়ে কৃষকের মাথায় হাত

http://media.somewhereinblog.net//images/authors/shuvro1blog-SouMu-italy.jpg

ঠিক এক বছর আগে একটি ব্লগে প্রন্তিক কৃষক এর ফসল ন্যায্য মূল্য নিধারনের জন্য সরকারকে আহবান জানিয়ে ছিলাম। এখন সারা দেশে বোরো কাটার ধুম চলছে। কৃষক তার বাড়ী ও খলানে ধান তুলতে শুরু করেছে। কিন্ত ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেনা। তার কারন হিসাবে কৃষকেরা বলছে ক্রেতা কম।

বিভিন্ন ধান ক্রেতার সাথে আলাপ করে জানা গেল ধান কল মালিকেরা ধান ক্রয় করছেনা। কল মালিকেরা সরকারের ধান ক্রয়ের সিদ্ধান্ত আপেক্ষায় আছে এবং কি মূল্য নিধারন করে। আর এই সুযোগকে কিছু ফড়িয়া কম দামে ধান ক্রয় করছে যা উৎপাদন মূল্যের সাথে সংগতি পূণ নয়। এই কারনে কৃষক আজ দিশেহারা। আজ আবার আমি এই ব্লগের মাধ্যমে সরকারকে আহবান জানাচ্ছি যত দ্রুত সম্ভব বোরো ধানের ন্যায্য মুল্য নিধারন করে ক্রয় করুন এবং কৃষকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করুন।

তা নাহলে দেশে খাদ্য নিরাপত্তা হুমকির মূখে পড়তে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।