আমাদের কথা খুঁজে নিন

   

পুতিনের স্ত্রী রহস্য

রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের স্ত্রী তৃতীয়বারের মতো ফার্স্টলেডি হতে চলা লুদমিলা পুতিনাকে নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ছড়াচ্ছে নানা গুজব। এর কারণ এক সময় জনসম্মুখে দু’জনের সরব উপস্থিতি থাকলেও গত দু’বছর মাত্র দু’বার একসঙ্গে দেখা গেছে তাদের। নজিরবিহনীভাবে তৃতীয় মেয়াদে ফার্স্টলেডি হতে যাওয়া লুদমিলা কোথায় আছেন? কেন তাকে দেখা যাচ্ছে না পুতিনের পাশে? অথচ ৭ই মে তৃতীয় মেয়াদে ক্রেমলিনের সিংহাসনে আরোহণ করতে যাচ্ছেন লৌহম্যান, সাবেক কেজিবি প্রধান পুতিন। ফলে নানা গুজবের ডালপালা ছড়াচ্ছে মিডিয়ায়।

কেউ কেউ বলছেন, গোয়েন্দা থেকে হট মডেলে পরিণত হওয়া আনা চ্যাপম্যানের সঙ্গে পুতিনের মন দেয়া-নেয়ার কারণেই ফার্স্টলেডিকে তার সঙ্গে দেখা যাচ্ছে না। আবার কারো দাবি- সাবেক অলিম্পিক সোনাজয়ী অ্যাথলেট এলিনা কাবায়েভার সঙ্গে দেখা যাচ্ছে পুতিনকে। তার গর্ভে পুতিনের এক সন্তানের জন্ম নিয়েও রয়েছে গুজব। আর তাই দূরে সরে আছেন তার স্ত্রী। আবার এও বলা হচ্ছে, ৫৪ বছর বয়সী লুদমিলা গোপন জীবন যাপন করছেন এস্তোনিয়ার সীমান্তে প্রাচীন ইয়েলিজারভ অঞ্চলের কাছে ১ মিলিয়ন পাউন্ড ব্যয়ে তৈরি রাষ্ট্রীয় গেস্ট হাউজে।

স্থানীয়রা তাকে সেখানে দেখেছেন বলেও কর্মকর্তারা এ নিয়ে নীরব। সর্বশেষ তথ্য হলো ২০০৮ সালে পুতিন প্রেসিডেন্টের সর্বোচ্চ পদ ছেড়ে প্রধানমন্ত্রী হওয়ায় রাগান্বিত হন ফার্স্টলেডি। ফলে দূরে সরে আছেন তিনি। তখন তার নিজ শহর সেন্ট পিটার্সবার্গে চলে যান। পুতিন রয়ে যান মস্কোতে।

তবে সমাজবিজ্ঞানী অলগা কেরিস্ট্রানোভকায়া বলেন, সম্ভবত পুতিন অন্যান্য সোভিয়েত নেতাদের প্রতিরূপ হতে চাইছেন। যারা সবাই জনসম্মুখ থেকে দূরে রাখতেন স্ত্রীদের। ১৯৮০ সালে প্রথম মিখাইল গর্ভাচেভ এই রীতি ভাঙেন। অলগা বলেন, পশ্চিমাদের মতো নয় আমাদের ফার্স্টলেডিদের স্ট্যাটাস। এখানে তাদের সরকারি কোন দায়িত্ব নেই।

গৃহিণী ও বাচ্চা পালাই তাদের কাজ। এদিকে পুতিনের সঙ্গে স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে গেছে- এমন গুজবের পর ২০১০ সালের অক্টোবরে অভিযোগ খণ্ডনের জন্য একসঙ্গে তারা ফটো তোলেন ও আদম শুমারির প্রশ্নের জবাব দেন একই সঙ্গে। এছাড়া ৪ঠা মার্চ প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়ার সময় একসঙ্গে দেখা যায় তাদের। পুতিন-লুদমিলার দুই মেয়ে সম্পর্কে বেশি কিছু জানা যায় না। সারিয়া (২৬) ও ইয়েকাটেরিনা (২৫) এর ফটো কখনো প্রকাশ হয়নি মিডিয়ায়।

এমনকি একসঙ্গে তাদের কোন ফ্যামিলি ফটোও দেখা যায়নি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.