আমাদের কথা খুঁজে নিন

   

পুতিনের সঙ্গে কোনো বৈঠক নয় : কেরি

ইউক্রেন সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া সাড়া না দিলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেশটির কোনো বৈঠক হবে না। একথা সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ইউক্রেন সংকট থেকে উত্তরণের জন্য যুক্তরাষ্ট্র সমঝোতাভিত্তিক সমাধানের কথা তাদের প্রস্তাবটিতে বলেছে।
 
কেরি রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভকে বলেন, ইউক্রেনের স্বাশত্তশাসিত অঞ্চল ক্রিমেয়ায় রাশিয়ার সামরিক হস্তক্ষেপ কোনো ধরনের সমঝোতার পথকে বেশ কঠিন করে তুলেছে।
 
ক্রিমেয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হবে কি না এ ব্যাপারে গণভোট অনুষ্ঠিত হলে আলোচনার আর সামান্যই বাকি থাকবে বলে মার্কিন কর্মকর্তারা বলেছেন। ১৬ মার্চ এ গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইউক্রেন ও পশ্চিমারা এ গণভোটকে অবৈধ বলেছেন।
 
এদিকে রাশিয়া সোমবার বলেছে, ইউক্রেন সংকটের সমাধানের জন্য মার্কিন প্রস্তাবের বিপরীতে তারা উল্টো একটা প্রস্তাবের খসড়া তৈরি করছেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.