আমাদের কথা খুঁজে নিন

   

পুতিনের সঙ্গে বৈঠক করছেন না ওবামা

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ফাঁস করে পলাতক সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে মস্কো সাময়িক আশ্রয় দেয়ার পর ওবামা এ সিদ্ধান্ত নিলেন। আগামী সেপ্টেম্বর মাসে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয় জি-টোয়েন্টি সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠক করার কথা ছিল ওবামার। বিবিসি জানায়, ওবামা এ বৈঠক বাতিল করলেও জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দেবেন। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক বিষয়ে অগ্রগতি হলেও বহু বিষয়ে এখনো অগ্রগতির অভাব আছে জানিয়ে বুধবার হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, “এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়ায় সাময়িক আশ্রয় দেয়ার হতাশাজনক সিদ্ধান্তটিকেও এরকম একটি বিষয় হিসাবে বিবেচনা করে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থাটিকে মূল্যায়ন করা হয়েছে”। বিবৃতিতে আরো বলা হয়, “দু দেশের যৌথ কর্মপরিকল্পনা আরো বেশি ফল বয়ে না আনা পর্যন্ত শীর্ষ বৈঠক পিছিয়ে দেয়াটাই ফলপ্রসূ হবে বলে আমরা মনে করি।” হোয়াইট হাউসের এক উপদেষ্টা বলেছেন, স্নোডেনের আশ্রয়ের বিষয়টি দু’দেশের মধ্যে আগে থেকেই বিরাজমান উত্তেজনা আরো বাড়িয়েছে। ওবামা প্রশাসন বারবারই রাশিয়ার ওই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে আসছে। স্নোডেনকে রাশিয়া রাজনৈতিক আশ্রয় দেয়ায় ওবামা মঙ্গলবার হতাশা প্রকাশ করেন। এর পরই তার লস এঞ্জেলেস পরিদর্শনে থাকার সময়টিতে পুতিনের সঙ্গে বৈঠক বাতিলের এ সিদ্ধান্ত ঘোষণা করা হল।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.