আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ ইলিয়াস: দুই নেত্রীকে কি জিজ্ঞাসাবাদ করা যায় না?

ছায়া ছায়ায় পথ হেটে চলি--ছায়া আমার সামনে ও পিছে। ইদানিং সবকিছুতেই রাজনীতির দুর্গন্ধ পাই। গলির মুখে ব্রাত্য কুকুরটাও যখন ঘেউ ঘেউ করে তখনো মনে হয় এর পেছনে কোনো রাজনীতি আছে। আপিসে কোনো কলিগ যদি বলে মাইরি তোমাকে শার্টটাতে দারুণ মানিয়েছে, আমি ধরে নেই এই শার্ট পরে কাল থেকে আর আসা যাবে না- রাজনীতি আছে। বাসের হেলপার যদি বলে মামা পড়ে লন, ভাঙতি নাই।

আল্লাহর কসম আমি ধরে নেই এর পেছনে রাজনীতি আছে। ভাড়াটা হাতের মধ্যে শক্ত করে রাখি, আবার না ছো মেরে নিয়ে যায়। প্রেমিকা বলেন বা বউ বলেন, যেই হোক যদি বলে ভালোবাসি অনেক ভালোবাসি। মা কালির দিব্যি কেটে বলছি, মনে মনে ওয়ালেটের ওয়েটটা পরখ করে নেই। কিংবা ক্রেডিট কার্ড।

ভগবানের কাছে হাজারবার প্রার্থনা করতে থাকি- কমের উপর দিয়ে যেন এ যাত্রায় রক্ষা পাই। এ ভালোবাসার রাজনীতি। বিশ্বাস নেই। তবে আমাদের রাজনীতিবিদরা আমাদের নিয়ে কি রাজনীতি খেলছেন তা আমি বুঝি না। বোঝার সেই বুদ্ধি লোপ পেয়েছে ভেজালে।

এক হয় আমাদের রাজনীতিবিদরা ভেজালে আক্রান্ত হয়েছেন, আর নয় তেনারা আমাদের মুর্খ মনে করেন। মঙ্গলবার মধ্যরাতে 'নিখোঁজ' হলেন সাংসদ ইলিয়াস আলী। সঙ্গে তার গাড়ি চালক আনসার আলী। আর গাড়িটি পাওয়া গেল ইলিয়াসদের বাড়ি থেকে ২/৩শ' গজের মধ্যেই, গলিতে। খবরটা শুনেই প্রথম ধাক্কায় রাজনীতির প্যাঁচ আঁচ করলেও গত কয়েকদিনে অন্যরকম একটা অনুভূতি চলে এসেছে।

প্রথমত ভেবেছিলাম সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারীর অর্থ কেলেঙ্কারি থেকে মানুষের দৃষ্টি অন্যত্র সরাতে এটি সরকারের কূটচাল। ইলিয়াসের স্ত্রীর কান্না আর আকুতি- জীবিত বা মৃত আমার স্বামীকে এনে দিন, এমন কথা সেই বিশ্বাসে খানিকটা ভিত্তিও দিয়েছিল। সঙ্গে এও ভাবছিলাম যে দেশে একজন সাংসদ নিরাপদ নয়, সেখানে আমার মতো দুই টাকার চাকুরের জীবনের কী মূল্য! যদি ভুল শুনে না থাকি, ‘নিখোঁজের’ পরদিন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলে বসেন, সরকারের ‘এজেন্সি ও র‌্যাবের লোকজন’ ইলিয়াসকে তুলে নিয়ে গেছে। আর এ ঘটনাকে ‘নাটক’ হিসাবে অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি নিজেদের নেতাকে লুকিয়ে রেখে অপপ্রচার চালাচ্ছে। একটা দেশের দুটি 'বড়' দলের দুই শীর্ষ নেতা যখন একজন 'মানুষের' হারিয়ে যাওয়া বা নিখোঁজ হওয়া বা গুম করা নিয়ে এ ধরনের তর্কযুদ্ধ বা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের খেলায় মত্ত হয়ে উঠেন, তখন আমরা আরেকবার বুঝি ঊনারা অনেক ক্ষুধার্থ।

বদররা জলন্ত পুড়বেন, পরিবার পাবে দাফনের জন্য ১০ হাজার টাকার অর্থ সহায়তা। আর আমরা মুখে কুলুপ এঁটে মনে মনে হায় হাসিনা- হায় খালেদা জিকিরের রব তুলবো! কি অপরাধ ছিলো বদরের? কি অপরাধ ইলিয়াসের গাড়ি চালকের? বাংলাদেশের সংবিধানের ৩৯ (২) ধারায় মৌলিক অধিকার (চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্ স্বাধীনতা) প্রসঙ্গে বলা হয়েছে- রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল। যদি আমাদের সংবিধানের ৩৯ (২) ধারা সবার জন্য সমান অর্থ বহন করে তবে আমরা নিঃসংকোচে বলতেই পারি বাক-স্বাধীনতার নামে আমাদের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী সংবিধান লংঘন করেছেন। আমাদের প্রতিটি রাজনীতিবিদ, ন্যাংটা থেকে পোংটা সবাই লংঘন করছেন। ধরে নিলাম উনারা সংবিধান লংঘন করেন নাই।

তার মানে ইলিয়াসের অবস্থান সম্পর্কে এই দুই নেত্রী অবহিত এবং অবগত। কিছুদিন আগে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী হত্যাকাণ্ডের পর এ বিষয়ে পুলিশের বক্তব্য ছাড়া সংবাদ প্রকাশের উপর স্ব-প্রণোদিত হয়ে রুল জারি করে উচ্চ আদালত। এক্ষেত্রেও আমাদের দুই নেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য উচ্চ আদালত রুল জারি করতেই পারে। যদি অন্য কোনো বাধ্যবাধকতায় তা সম্ভব না-ই হয়, সেক্ষেত্রে রাজনীতিবিদদের সীমাহীন মিথ্যাচার, অশালীন বক্তব্য কিংবা অপরাধ-সংঘটনে প্ররোচনা দেয় এমন বক্তব্য বন্ধ করতে আদালতের রুলের দাবি কি খুব অযৌক্তিক? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।