আমাদের কথা খুঁজে নিন

   

রাশিয়া ও চীন তথ্য চেয়েছে ইরানের হাতে জব্দ মার্কিন ড্রোনের!!!

......... ইরানের হাতে জব্দ মার্কিন ড্রোনের (মনুষ্যবিহীন বিমান) তথ্য চেয়ে তেহরানকে অনুরোধ জানিয়েছে রাশিয়া ও চীন। ইরানি বার্তাসংস্থা ফারস এ তথ্য দিয়েছে। ফারস বার্তাসংস্থা গত বৃহস্পতিবার ইরানের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা আহমাদ কারিমপুরের উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদন ছেপেছে। আহমাদ কারিমপুর জানিয়েছেন, মার্কিন ড্রোন RQ-170 Sentinel এর ব্যাপারে অনেক দেশ তথ্য চেয়ে অনুরোধ জানিয়েছে। তবে তাদের মধ্যে মস্কো ও বেইজিং ড্রোনের তথ্য পেতে মরিয়া হয়ে উঠেছে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে পূর্ব ইরানের আকাশসীমা থেকে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করে ইরান। পরে মার্কিন কর্মকর্তারা তাদের একটি ড্রোন হারিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, এই ড্রোনের তথ্য ও প্রযুক্তি উদ্ধার এবং একে ব্যবহার করা ইরানের জন্য খুব কঠিন হবে।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.