আমাদের কথা খুঁজে নিন

   

আমার সাধাসিধে জিজ্ঞাসা........... আমি কি লুঙ্গি পরে আছি না প্যান্ট ? নাকি উলঙ্গ?

আমার লেখা পড়ে.................. সিলেটের বিশিষ্ট রাজিনৈতিক নেতা, প্রাক্তন সংসদ সদস্য উলিয়াস আলী নিখোজ । সেটা হতেই পারে । এটা আর এমন বড় কি ঘটনা?! ভাগ্য ভাল দিশেহারা খাতুন বলেননি ৪৮ ঘন্টার মধ্যে খুজে বের করবো । আর দেশের আইন শৃংখলার অবস্থা ভাল । শেষের কথাটা সত্য কারণ আমি বাসায় ফিরতে পেরেছি ।

আমার জিজ্ঞাসা এসব নিয়া না । সারাদিন পর বাসায় ফিরে টিভির খবর দেখে খুবই আপ্লুত হলাম । এতই আপ্লুত যে আমি কি অবস্থায় আছি তা বুঝতে পারছি না । খবরে দেখলাম - ১) মির্জা ফখরুল বলছেন :- তাদের কাছে খবর আছে সরকারের নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে । অনেকে নাকি দেখেছে ।

২) শেখ হাসিনা বলছেন :- বেগম জিয়া ইলিয়াস আলীকে বলেছেন তুমি কিছু দিন লুকিয়ে থাক , এটাকে ইস্যু করে আমরা আন্দলোন করবো । আমার আউলানো ও আপ্লুতো হওয়ার কারণ হলো - মির্জা সাহেব কই থেকে খবর পাইলেন সরকারই এ কাজ করেছে? তিনি যে নিশ্চয়তা নিয়া কথা বললেন তাতে তো অনায়েসে সরকারের বিরোদ্ধে মামলা করতে পারেন । কেন করছেন না । বিিএন.পির কি নিজস্ব গোয়েন্দা দল আছে ? তারা কেন ইলিয়াস সাহেবকে বের করছেন না । আর একটা বিষয় হইলো শেখ হাসিনা - ইলিয়াস আলী ও খালেদা জিয়ার এ আলাপ শুনলেন কি ভাবে ? জ্বীন আছে নাকি উনার? কয়টা আছে? জ্বীন দ্বারা ইালয়াস আলীকে বের করে এনে খালেদার আসল চরিত্র উম্মচোন করছেন না কেন? বাহ একদলের গোয়েন্দা সংস্থা আরেক দলের জ্বীন সংস্থা ।

আমরা মাঝখনে নাদান বান্দা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.