আমাদের কথা খুঁজে নিন

   

দুধে ভরা নদীর স্তন

Good মনসুর আজিজ দুধে ভরা নদীর স্তন মহিষের পিঠের মতো কালো বংশী নদীর পানি উচ্ছল মেয়েরা সাঁতার কাটে না আর পানকৌড়ির মতো বোটের পিছনে চলে না বালিহাঁস তবুও দুপাশে সর্ষের মেয়েরা হাসে হলুদ ফ্রক পরে আয়নার আকাশে পাকখায় সাদা কইতর বালিকাটা জাহাজের ঢেউগুলো কাঁথা সেলাইয়ের মতো লাগে রেস্টুরেন্টের ম্যানেজারের মতো হেলেদুলে ছুটে চলে মালবাহী কার্গো বংশীও কোনোকালে ছিলো বেঁদে রমণীর মতো সুঠাম ফসলি জমিতে ভরা বর্ষার পর বিছিয়ে দিতো লোদের ক্ষির মরিচের মেয়েরা চেটেপুটে খেয়ে রাঙা হাসি ছড়াতো মাঠ জুড়ে নবান্নে ঘুড়ির মন ছুটে যেতো মেঘপরীর কাছে তারার জলসায় হতো সোনাভান পুঁথির আসর চোখের জলের কাছে মিনতি আমার দুর্বার শিশিরের মতো টলটলে জলের ফোঁটায় স্ফটিকের মতো স্বচ্ছ করো বংশীর পানি প্লাবিত করো বুড়িগঙ্গা, শীতলক্ষা, পদ্মা মেঘনার শীর্ণ শরীর পোয়াতি গাভির ওলানের মতো দুধে ভরা নদীর স্তন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.