আমাদের কথা খুঁজে নিন

   

পাতার মত করে

হয়ত তুমি ভাবতে পার শুষ্ক ঝরা পাতা দেখে, হবেই বা কি ওর উপরে গভীর কোন দৃষ্টি রেখে। বলতে পার কেন ওর আজ এমন দশা? জল-হাওয়া নয় অভাব শুধু ভালবাসা। কোন কারনে গাছের সাথে একটি পাতা বাধে জুঁটি, আবার কি আশাতে শীত আসাতে সেই বাঁধন যায়রে টুটি। শেষ হলে লেনা-দেনা, পাতাকে আর গাছ চিনেনা। সেই দুঃখেতে শুষ্ক পাতা নিরবেই যায় যে ঝরে, পাতা বলে, পায় যদি সুখ ও সুখেই থাকুক, অন্য কাউকে বন্ধু করে। এমন করে ভাল যদি বাসতে পার, স্টেশনে দাড়িয়ে আছি আমার সাথে আসতে পার। কথা দিলাম গাছ না হয়ে আমি ঝরা পাতাই হব- সুখে-দুঃখে বন্ধু হয়ে বন্ধু তোমার পাশেই রব।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।