আমাদের কথা খুঁজে নিন

   

পাতার বাশি ?



আগামি মাস থেকে ইউনিভারসিটি বনদ। দেশ এ যাব। কেউ কি আমাকে পাতার বাশি বাজানো শিখাবেন ভাই ও বোন ? আমি সিলেটে থাকি। চারিদিকে খোজ লাগিয়েছি পাতার টেলেনট বের করার জন্যে। কিনতু সবাই বিদেশে পাড়ি জমিয়েছে।

আপনাদের মধ্যে যদি কেউ শিখাতে পারেন তাহলে আমি কাননা করতে করতে মারা যাব কারন? আচ্চা একটু দাড়ান, পরে কারনটা বলছি। আগে আরেকটা কাহিনি বলি। দু:খিত লিখি। আমি মালয়শিয়া পড়ার সময় একবার ম্যাকাও গিয়েছিলাম ঘুরতে। যাওয়ার আগে কিছু নেটবন্ধু বানিয়ে নিয়েছিলাম।

কি যে উপকার হয়েছিল। হালাল খাবার ফ্রি খেতে পেরেছি । তাই এখন যদি আবার আপনাদের কাউকে পেয়ে যাই নেট এর মাধয়মে যে পাতার বাশি শিখাতে পারবেন। তাহলে তো আমি কাদব। কারন ম্যাকাও যাওয়ার সময় হেসেছিলাম যে।

হায় হায়। আপনি দাড়িয়ে আছেন। সরি সরি, এখন বসতে পারেন। আর পাতার বাশি শিখাতে পারবেন কিনা জানিয়ে দিন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।