আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলোকে বলছি.........

দেশই আমার মা, মা-ই আমার দেশ। প্রথমআলো আমি তোমাকে অনেক ভালবাসতাম। "ভালবাসতাম" বলছি এই কারণে যে, এখন আমি তোমাকে ঘৃণা করি। আর জান-তো, যেখানে ভালবাসার শেষ সেখানে ঘৃণার শুরু। যাই হোক, কেন ঘৃণা করি সেইগুলি নাহয় বলি: ১/ ধর্মের প্রতি মানুষের থাকে গভীর বিশ্বাস, যা নিয়ে কোন মজা করা উচিত নয়।

কিন্তু তুমি তা করেছ। ২/ "দ্রব্য মূল্যের দাম আগামীকাল বাড়ছে বা বাড়বে" এই ধরনের তথ্য ব্যবসায়ীদের নিকট অনেক মূল্যবান। যা সাধারন মানুষের কাছে অসুবিধাজনক। আমি ব্যাখ্যাতে গেলাম না। তুমি এই ধরনের আগামতথ্য দিয়ে সাধারন মানুষের ক্ষতি করছ।

৩/ "পারসোনা" নামক প্রতিবেদনের সময় তোমার ভূমিকা নিরব ছিল। ৪/ "সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদার, পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ইউসুফ আলী"-এদের সংবাদ পরিবেশন করনা তথ্যবহুলভাবে। এর কারনটা কি? প্রথমআলো আমি তোমাকে অনেক ভালবাসেছিলাম তোমার সাহসের কারনে। তোমার সত্য বলা আমাদের স্বপ্ন দেখাছিল....। তুমি আগের মত আবার ফিরে এসো প্রথমআলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।