আমাদের কথা খুঁজে নিন

   

অবসর

saving the world by sleeping মনে হয় এখন আর অবসর বলে বুঝি কিছু নেই । রেলগাড়ীর মত ছুটে চলা জীবন । তার মাঝেই হঠাৎ হঠাৎ কিছুটা সময় করে নেয়া । এই ব্যস্ত জীবনে অবসর মানে কোথাও ঘুরতে যাওয়া, ছুটি কাটানো । এটাও একধরণের ব্যস্ততা ।

শহরের ব্যস্ততাকে ফাঁকি দিয়ে পালানো আর কি । পালালেই বা কি? ছুটোছুটি তো কমছে না । তবে এর মাঝেই হয়তো মিলে যায় সেই আকাংক্ষিত অবসর সময়টুকু । তখন আসলে কি করি ? নিজের লেপটাকে কোলে নিয়ে শুরু হয় পাতা উল্টানো । এই পাতা সেই পাতা এই করে করে অনেক কিছুই ।

শুরুতেই হয়ত একটু কৌতুহল আর একটু অভ্যাসবশঃতই খেমোবইটার পাতায় চোখ বুলানো হয় । কারও ঘটনা, রটনা বা মনের কথাতে যদি চোখটা আটকে যায় এই আশায় । কিন্তু দুতিন মিনিটের বেশি ওখানে হাজিরা দিতে ইচ্ছে করে না । এরপর চলে আসি খবরের পাতায় । ওখানে শিরনাম ছাড়া আর বুঝি কিছু নাই ।

গল্প উপন্যাস এভাবে পড়ার অভ্যাস কোনোকালেই ছিল না । ভবিষ্যতে হবার আশাটা খুবই ক্ষীণ। চোখবুলানোর পাশাপাশি চলে লুপে পড়ে যাওয়া গান - সোনার পালংকের ঘরে, লিখে রেখেছিলেম দ্বারে - কতবার যে শুনেছি তার হিসেব নেই, তবুও শুনছিলাম । মাঝে মাঝে চলে আসি ব্লগবাড়িতে । চারদিকে শুধু শব্দের ছড়াছড়ি ।

হারিয়ে ফেলি নিজেকে এর মাঝে । নিজেও হয়তো কিছু শব্দ সাজাই মনে মনে । কিন্তু সেগুলোকে প্রাণ দিতে এত আলসেমী করি । অনেকগুলোকেই সিন্দুকে বন্দী করে স্তুপ করে রেখেছি । আজ হঠাৎ সময়ের হিসাব করতে গিয়ে দেখি আমার এখানে বাস করি প্রায় তিন বছর হল ।

এত অল্পসময়ে আমি নিজেকে এতটা পাল্টে ফেলেছি । নিজের লেখা পড়ে নিজেই অবাক হই । এগুলো আমার চিন্তা ! কি অদ্ভুত । মনে হয় সময়ের সাথে সাথে নয় , প্রতিটা মূহুর্তের সাথে সাথে নিজেকে পাল্টে ফেলার প্রতিযোগিতায় নেমেছি । জানিনা হয়ত কিছুদিন পড়ে এই লেখাকেই ছেলেমানুষই বলে চালিয়ে দেব বইকি ।

শিরোনামের সাথে লেখার হয়তো কোনো মিল ছিল, কিন্তু এখন মনে হচ্ছে সবগুলিয়ে ফেললাম । তাই শিরোনামটাকে পরিবর্তন করে দিলাম । তবে মনে হচ্ছে আমি আগের জায়গাতেই পড়ে আছি । বাকি সব বদলে গেছে। এই ব্লগবাড়িটাতেও তার স্পর্শ পড়েছে ।

আজকের মত বিদায় নিচ্ছি । হয়ত আবার কোনো একদিন আসব ফিরে এই মায়ার পরশ নিতে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।