আমাদের কথা খুঁজে নিন

   

অবসর যেন বড় ক্লান্তি কর....

পরম করুনাময় ও মহান দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

বিষন্ন অবসর ক্লান্তির কাছে ক্ষমা চেয়ে তবু রাত্রি থাকি জেগে, তন্দ্রা বলে চেও না ক্ষমা রাখবো ঘুম পাড়িয়ে। তবু যেন সংগ্রাম চলে শত দ্বিধা দ্বন্দে , শুধু তুমি থেকে গেলে না সে রাতের সঙ্গে। আমি একাকি থাকি বসে খোলা করিডোরে, কখনো কি আসবে সেই বৃষ্টি মোর লোচণ ভরে ? প্রতীক্ষার বিষন্ন অবসরে তুমি রয়ে গেলে দুরে, দিয়ে গেলে অশ্রু বৃষ্টি শত করুনার সুরে। করুনার ভারে আজ বড় ক্লান্ত এ চরন, কখনো কি আসবে মোর সুখের মরন ? কবিতায় মেলেনা ছন্দ আজ গীতি কবিতার সুরে, তুমি চলে গেলে দুরে, রেখে গেলে আমায় বিষন্ন অবসরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।