আমাদের কথা খুঁজে নিন

   

উঁকি দিচ্ছে আইভিব্রিজযুক্ত নতুন আইম্যাক

তুমি যদি প্রতিটি দিন এটা ভেবে পার কর যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন তুমি সত্যি সঠিক হবে। এ বছর আইম্যাক সিরিজের নতুন সংস্করণ আনতে পারে অ্যাপল। আইম্যাকের নতুন সংস্করণে ইনটেলের ২২ ন্যানোমিটারের কোর আই৫ ও কোর আই৭ প্রসেসর ব্যবহূত হতে পারে। এক খবরে টাইম অনলাইন জানিয়েছে এ প্রসেসরগুলো আইভিব্রিজ নামে পরিচিত। এ বছর জুন বা জুলাই মাস নাগাদ অ্যাপল আইম্যাক সিরিজের নতুন সংস্করণ আনতে পারে বলেই প্রযুক্তি বিশে্লষকেরা ধারণা করছেন।

অ্যাপলের নতুন পণ্য বিষয়ে আগেভাগেই অনেক জল্পনা-কল্পনা করেন প্রযুক্তি বিশে্লষকেরা। সেগুলো অনেক ক্ষেত্রেই মিলে যায়। সম্প্রতি অ্যাপলের ১৩ ইঞ্চি ও ১৫ ইঞ্চি মাপের ম্যাকবুক প্রোর গুজব রটেছে। বলা হচ্ছে, অ্যাপলের এ ল্যাপটপ হবে ম্যাকবুক এয়ারের মতো হালকা-পাতলা এবং এতে আইভিব্রিজ প্রসেসর ব্যবহার করবে অ্যাপল। সম্প্রতি ম্যাকবুক প্রোর গুজবের সঙ্গে আইভিব্রিজ প্রসেসরযুক্ত আইম্যাকেরও গুজব রটেছে।

এদিকে চীনা সূত্রের উদ্ধৃতি দিয়ে হাউটু এরেনা নামের একটি ওয়েবসাইট জানিয়েছে, আইম্যাকের সাড়ে ২১ ইঞ্চি ডিসপে্লতে ২.৫ গিগাহার্টজ কোয়াড কোর আই৫ প্রসেসর, এএমডির রেডন এইচডি ৬৭৫০ গ্রাফিকস এবং ৫০০ গিগাবাইট হার্ড ড্রাইভ যুক্ত করবে অ্যাপল। ২৭ ইঞ্চি ডিসপে্লতে থাকবে ৩.১ গিগাহার্টজ কোয়াড কোর আই৫ প্রসেসর, এএমডির রেডন এইচডি ৬৯৭০ গ্রাফিকস কার্ড ও ১ টেরাবাইট হার্ডডিস্ক সুবিধা থাকবে। নতুন সংস্করণের আইম্যাকে অ্যান্টি-রিফ্লেকসিভ স্ক্রিন থাকতে পারে এমন গুজবও রটেছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.