আমাদের কথা খুঁজে নিন

   

***অলৌকিক বরফ***

বোরহান উদ্দিন আহমেদ (মাসুম) কিছুদিন আগে আমাদের ফেনী কুমিল্লার মাঝা মাঝি এলাকায় কোন এক গ্রামের মাঝে দিনে দুপুরে আকাশ থেকে বেশ বড় আকারের একটি নীল রঙের বরফ খণ্ড পড়ে। গ্রামের কিছু অতি উৎসাহিত ব্যাক্তি সেই বরফ খণ্ডটি কে টুকরো টুকরো করে নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা করে নেয়। এবং এই বলে আর ও অনেকের কাছে বরফের টুকরা টি কে ছোট ছোট করে বিতরন করতে থাকে যে এই বরফের পানি খেতে পারলে অনেক কঠিন রোগ ও ভাল হয়ে যাবে। এই কথা শুনে অনেকেই সাথে সাথে খেয়ে ও ফেলেন। তার কিছুদিন পর জানা যায়, ঐ এলাকার উপর দিয়ে উরে যাচ্ছিল এক বিদেশী বিমান, দুর্ঘটনা বশত বিমান থেকে বেশ বড় একটি ব্লু আইস এর টুকরো নীচে পরে যায়। বিমানের টয়লেট লীগ হলে হিউম্যান ওয়েস্ট এক বিশেষ ব্যাবস্থায় নীল বরফ খণ্ডে পরিনত হয়। এবং এই হচ্ছে ব্লু আইস মানে নীল বরফ খণ্ড।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।